Aloe Vera Gel: চুলের পরিচর্যায় কেন ব্যবহার করবেন অ্যালোভেরা জেল? কী কী উপকার পাবেন?
Hair Care Tips: অ্যালোভেরা জেল চুলে এবং স্ক্যাল্পে ব্যবহার করলে হেয়ার ফলিকলের মুখগুলি উন্মুক্ত হয়। তার ফলে দ্রুত নতুন চুল গজাতে পারে। অর্থাৎ চুল গজানোর ক্ষেত্রে এই উপকরণ খুবই কার্যকরী।
Aloe Vera Gel: ত্বকের পরিচর্যায় (Skin Care) অ্যালোভেরা জেল (Aloe Vera Gel) ব্যবহার করা হয় একথা অনেকেই জানেন। একই ভাবে অ্যালোভেরা জেল দিয়ে চুলেরও যত্ন (Hair Care Tips) করা সম্ভব। উপকারও পাওয়া যায় অনেক। কেন চুলের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করবেন, কী কী উপকার পাবেন, জেনে নিন। বাজারচলতি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। আর বাড়িতে গাছ থাকলে সরাসরি পেয়ে যাবেন উপকরণ।
অ্যালোভেরা কীভাবে চুলের পরিচর্যায় কাজে লাগে, কী কী উপকার করে, দেখে নিন
- চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর করতে কাজে লাগে অ্যালোভেরা জেল। এই উপকরণ আসলে চুলে আর্দ্রভাব বজায় রাখতে সাহায্য করে।
- চুলে এবং মাথার তালুতে অর্থাৎ স্ক্যাল্পে সঠিক ভাবে পুষ্টির জোগান দেয় অ্যালোভেরা জেল। সরাসরি এই জেল চুলে ব্যবহার করতে পারেন।
- ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। তাই শ্যাম্পুর পর অ্যালোভেরা জেল কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন আপনি।
- অ্যালোভেরার মধ্যে রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপকরণ। এর ফলে মাথার তালুতে কোনও ইনফেকশন হলে তা সহজে কমিয়ে দিতে পারে অ্যালোভেরা জেল।
- অ্যালোভেরা জেল ব্যবহার করলে সহজে খুশকির সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। মাথার তালুতে অ্যালোভেরা জেল ব্যবহার করলে খুশকির সমস্যা থেকে রেহাই পাবেন অল্পদিনের মধ্যেই।
- চুলের গোড়া মজবুত করতে, চুলের সঠিক পরিমাণ বৃদ্ধি, নতুন চুল গজাতে সাহায্য করে অ্যালোভেরা জেল। তাই এই উপকরণ চুলের পরিচর্যায় ব্যবহার করুন। বাড়িতে গাছ থাকলে সরাসরি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবেন আপনি।
- চুলের লালচে ভাব দূর করতে, ডগা ফাটা অর্থাৎ স্প্লিট এন্ডসের সমস্যা রুখতে, চুলের ক্ষয় বা ভঙ্গুর ভাব দূর করতেও কাজে লাগে অ্যালোভেরা জেল। নিয়মিত অ্যালোভেরা জেল চুলে ব্যবহার করলে উপকার পাবেন অনেক।
- অ্যালোভেরা জেল চুলে এবং স্ক্যাল্পে ব্যবহার করলে হেয়ার ফলিকলের মুখগুলি উন্মুক্ত হয়। তার ফলে দ্রুত নতুন চুল গজাতে পারে। অর্থাৎ চুল গজানোর ক্ষেত্রে এই উপকরণ খুবই কার্যকরী। বোঝা যাচ্ছে চুলের একাধিক সমস্যা অ্যালোভেরা জেল ব্যবহার করলে মিটে যাবে।
- আমাদের চুল উজ্জ্বল করতে, চুলে মোলায়েম ভাব বজায় রাখতে সাহায্য করে অ্যালোভেরা জেল। শ্যাম্পুর পর ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করা যায় অ্যালোভেরা জেল।
আরও পড়ুন- লম্বায় কিছুতেই বাড়ছে না চুল? এই তিন উপকরণেই হবে সমাধান
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।