Hair Care: বর্ষাকালে চুলে জট পড়ে যাচ্ছে? কীভাবে সামলাবেন চুলের বিভিন্ন সমস্যা?
বর্ষাকালে চুলে অস্বাভাবিক জট পড়ে যাওয়ার সমস্যা অধিকাংশ মানুষের ক্ষেত্রেই দেখা যায়। চুলের জট ছাড়াতে গিয়ে নাজেহাল অবস্থার সম্মুখীন হতে হয়।
কলকাতা: বর্ষাকাল (Monsoon) মানেই শুধু রোম্যান্টিক আবহাওয়ার সঙ্গে রোম্যান্টিক মুড নয়। বর্ষাকাল আসলেই সঙ্গে নিয়ে আসে নানারকম সমস্যা। সেটা আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর, সর্দির সমস্যা হোক কিংবা ত্বক বা চুলের সমস্যা। ত্বকের পাশাপাশি মাথার ত্বকে বা স্কাল্পে স্বাভাবিক তৈলাক্তভাবের অভাবে এই সময়ে চুলের নানারকম সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, এই সময়ে মাথার ত্বকে জলীয়ভাব কমে যায়। ফলে তা হয়ে ওঠে ডিহাইড্রেটেড। বর্ষাকালে চুলে অস্বাভাবিক জট পড়ে যাওয়ার সমস্যা অধিকাংশ মানুষের ক্ষেত্রেই দেখা যায়। চুলের জট ছাড়াতে গিয়ে নাজেহাল অবস্থার সম্মুখীন হতে হয়। কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব? বিশেষজ্ঞরা কিছু হেয়ার মাস্কের পরামর্শ দিচ্ছেন। বর্ষাকালে চুলে জট পড়ার সমস্যা থেকে আপনাকে রেহাই দিতে পারে এই মাস্কগুলি।
আরও পড়ুন - Ayurvedic Tips: কতটা শরীরচর্চা স্বাস্থ্যের জন্য উপকারী? কী জানাচ্ছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা?
১. কলা এবং মধুর মাস্ক - প্রথমে দুটি পাকা কলা ভালো করে চটকে নিতে হবে। এবার সেই কলার মধ্যে এক চামচ মধু এবং অলিভ অয়েল দিয়ে দিতে হবে। কলা, মধু এবং অলিভ অয়েলের মাস্ক পুরো চুলে এবং মাথার স্কাল্পে ভালো করে লাগিয়ে মিনিট কুড়ি রেখে দিন। কুড়ি মিনিট পর ভালো করে স্বাস্থ্যকর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন করে এই মাস্ক ব্যবহার করলে উপকার পাবেন।
২. ডিম এবং মেয়োনিজের মাস্ক - একটা পাত্রে মেয়োনিজ নিয়ে নিন। চুলের দৈর্ঘ্য অনুযায়ী মেয়োনিজ নেবেন। এবার তার মধ্যে একটা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে দু চামচ অলিভ অয়েল মিশিয়ে দিন। এবার এই মাস্ক গোটা চুলের পাশাপাশি মাথার ত্বকেও ভালো করে লাগিয়ে তিরিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খেয়াল রাখতে হবে, চুল থেকে যেন ডিমের গন্ধ না বেরোয়। সপ্তাহে দুদিন এই মাস্ক ব্যবহার করলে ভালো ফল পাবেন বলে মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুন - Peanut Benefits: চিনেবাদাম কি আদৌ বাদাম? চিনেবাদাম সম্পর্কে এই তথ্যগুলো আগে জানতেন না
৩. রুক্ষ, শুষ্ক চুলের জন্য আমন্ড অয়েল দারুণ উপকারী। নিয়মিত চুলে আমন্ড অয়েল ব্যবহার করলে চুল উজ্জ্বল এবং স্বাস্থ্যকর থাকে। রাতে চুলে আমন্ড অয়েল লাগিয়ে রেখে সকালে শ্যাম্পু করে নিতে পারেন।