![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Dandruff Home Remedies: চটজলদি খুসকির সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন?
চুল এবং ত্বককে স্বাস্থ্যকর রাখার জন্য খুসকির সমস্যা দূর করা খুবই জরুরি। ঘরোয়া কী কী উপায়ে খুসকির সমস্যা দূর করতে পারবেন, তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
![Dandruff Home Remedies: চটজলদি খুসকির সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন? Hair-Care Tips: how to get rid of dandruff, Use These Home Remedies To Get Instant Relief From Dandruff Dandruff Home Remedies: চটজলদি খুসকির সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/03/bed3771321721b30c3de07f3fc0cd24a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: খুসকির (Dandruff) সমস্যায় নাজেহাল? ভালো পোশাক থেকে মেকআপ, খুসকির সমস্যায় সব একেবারে মাটি হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মূলত মাথার ত্বকে ফাঙ্গাস আক্রমণের কারণেই খুসকির সমস্যা দেখা দেয়। পাশাপাশি খুসকির থেকে ত্বকেরও অনেক সমস্যা দেখা দিতে পারে। যেমন, ত্বকে ব্রনর সমস্যার ক্ষেত্রেও কারণ হিসেবে খুসকি দেখা যায়। এছাড়াও খুসকি চুলেরও অনেকরকমের সমস্যা নিয়ে আসে। এর ফলে প্রচুর পরিমাণে চুল পড়ে যাওয়া থেকে চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যাও দেখা দেয়। তাই চুল এবং ত্বককে স্বাস্থ্যকর রাখার জন্য খুসকির সমস্যা দূর করা খুবই জরুরি। ঘরোয়া কী কী উপায়ে খুসকির সমস্যা দূর করতে পারবেন, তা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
১. আমরা সকলেই জানি যে নারকেল তেল (Coconut Oil) চুলের জন্য কতটা উপকারী। শুধু চুলের স্বাস্থ্যের জন্যই নয়, খুসকি প্রতিরোধ করতে খুসকি দূর করতেও দারুণ উপকারী নারকেল তেল। নিয়মিত চুলে এবং স্কাল্পে নারকেল তেলের ব্যবহার মাথার ত্বকের রুক্ষতা দূর করে এবং চুল করে তোলে স্বাস্থ্য়কর এবং মজবুত।
আরও পড়ুন - Diabetics Health Tips: মধুমেহ রোগীরা সুস্থ থাকতে কী কী খাবেন আর কোন খাবার খাবেন না?
২. অ্যালোভেরা যেমন ত্বকের জন্য উপকারা, তেমনই চুলের জন্যও দারুণ উপকারী অ্য়ালোভেরা। খুসকি দূর করতে অ্যালোভেরার সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে চুলে এবং স্কাল্পে ব্যবহার করলে খুসকির সমস্যা থেকে চটজলদি রেহাই পাওয়া যাবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
৩. খুসকির সমস্যা দূর করতে বেকিং সোডা ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চুলের দৈর্ঘ্য অনুযায়ী বেকিং সোডা নিন। এরপর ভিজে চুলে তা লাগিয়ে হালকা হাতে দু থেকে তিন মিনিট ম্যাসেজ করুন। এরপর ভালো করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। খুসকির সমস্যা থেকে দ্রুত মুক্তি দিতে পারে বেকিং সোডা।
৪. রসুনে থাকা অ্যান্টি ফাঙ্গাল উপাদান খুসকির সমস্যা থেকেও মুক্তি দিতে সাহায্য করে। ২ থেকে ৩টি রসুনের সঙ্গে সম পরিমাণ লবঙ্গ মিশিয়ে অল্প জলের সঙ্গে তা একটা পেস্ট তৈরি করে নিন। এবার সেই পেস্ট স্কাল্পে লাগিয়ে কিছুক্ষণ পর শ্যাম্পু করে ধুয়ে নিলে খুসকির সমস্যা দূর হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)