Hair Care Tips: হেয়ার সিরাম ঠিক ভাবে ব্যবহার না করলে চুলে বাড়বে হাজারও সমস্যা, কী কী করতে হবে?
Hair Care: চুলে যদি কোনও ধরনের সমস্যা থাকে তাহলে ডার্মাটোলজিস্টের পরামর্শ ছাড়া চুলে সিরাম ব্যবহার করতে যাবেন না। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি।

Hair Care Tips: চুলে সিরাম লাগানোর সময় কয়েকটা ভুল আমরা করে ফেলি। তার জেরে চুলের ক্ষতি হতে পারে। তাই খেয়াল রাখুন হেয়ার সিরাম লাগানোর সময় কী কী করবেন। মূলত রুক্ষ চুলের ক্ষেত্রে হেয়ার সিরাম ম্যাজিকের মতো কাজ করে। তবে সব ধরনের চুলেই হেয়ার সিরাম ব্যবহার করা যায়। খালি কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি। তাহলেই হেয়ার সিরাম ব্যবহারের সঠিক উপকারিতা আপনি বুঝতে পারবেন। হেয়ার সিরাম কখনই মাথার তালুতে লাগাবেন না। ভাল গুণমানের প্রোডাক্ট ছাড়া ব্যবহার করবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, চুলে যদি কোনও ধরনের সমস্যা থাকে তাহলে ডার্মাটোলজিস্টের পরামর্শ ছাড়া চুলে সিরাম ব্যবহার করতে যাবেন না। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে আপনার চুলের। তাই সাবধান এবং সতর্ক থাকা ভীষণভাবে জরুরি।
- হেয়ার সিরাম সবসময় স্নানের পরে আধাভেজা চুলেই লাগানো উচিত। একদম শুকনো চুলে না লাগানোই ভাল।
- মূলত চুলের রুক্ষভাব দূর করার জন্যই হেয়ার সিরাম ব্যবহার করা হয়। ভাল গুণমানের সিরাম ছাড়া চুলে ব্যবহার করবেন না।
- হেয়ার সিরাম লাগানোর আগে হাল্কা করে চুলের জল মুছে নেওয়া জরুরি। চুলে বেশি জল থেকে গেলে চুল চিটচিটে হয়ে যেতে পারে।
- হেয়ার সিরাম সবসময় চুলের লেংথ পোরশন বা লম্বা অংশে লাগাতে হবে। তালুতে হেয়ার সিরামের ব্যবহার চলবে না।
- আপনার স্ক্যাল্প এবং চুল যদি অতিরিক্ত তেলতেলে ধরনের হয় তাহলে হেয়ার সিরাম ব্যবহারের আগে দু'বার ভেবে নেওয়া উচিত।
- স্ক্যাল্প এবং চুল খুব রুক্ষ হলে শুধু হেয়ার সিরাম লাগালেই হবে না। কন্ডিশনার যুক্ত শ্যাম্পু ব্যবহার করতে হবে।
- হেয়ার সিরাম খুব আলতো হাতে আধাভেজা চুলে লাগিয়ে নিতে হবে। একেবারেই জোরে ঘষবেন না।
- চুলে হেয়ার সিরাম লাগানোর সময় সতর্ক থাকুন। সামান্য অসাবধানতায় কিন্তু বেড়ে যেতে পারে চুল পড়ার সমস্যা।
- চুলে সিরাম লাগানোর পরেই তা আঁচড়াতে যাবেন না। চুল পুরো শুকিয়ে যেতে দিন, তারপর চুলে চিরুনি ব্যবহার করুন।
- চুল আগে ভালভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর সিরাম ব্যবহার করতে হবে। নোংরা চুলে একেবারেই সিরাম লাগাবেন না।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।






















