Hair Care Tips: হেয়ার স্ট্রেটনার ব্যবহার করছেন? স্টাইল করতে গিয়ে চুলের কী দফারফা করছেন জানা আছে?
Health Tips: জানেন কি এই হেয়ার স্ট্রেটনার ব্যবহারের ফলে কোন কোন সমস্যা দেখা দিতে পারে?
কলকাতা: স্টাইল (Style) করার জন্য কত মানুষ কত কীই না করে থাকেন। ত্বক এবং চুলকে (Hair) আরও সুন্দর করে তুলতে নানা কিছু ব্যবহারও করে থাকেন। গত বেশ কিছু বছর ধরে দেখা যায়, চুল সোজা করার প্রবণতা অনেকটা বেড়েছে। কিছু মানুষ পার্লারে গিয়ে হেয়ার স্ট্রেট করেন। কেউ কেউ আবার বাড়িতে নিজেই তা করে নেন স্ট্রেটনারের মাধ্যমে। কিন্তু জানেন কি এই হেয়ার স্ট্রেটনার (hair straightner) ব্যবহারের ফলে কোন কোন সমস্যা দেখা দিতে পারে?
হেয়ার স্ট্রেটনার ব্যবহারের ক্ষতিকর দিকগুলি কী কী-
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হেয়ার স্ট্রেটনার ব্যবহারের ফলে চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে। চুলের গোড়া দুর্বল করে দেয় এই যন্ত্র। হেয়ার স্ট্রেটনিংয়ের জন্য যে কেমিকেল ব্যবহার করা হয়,তা চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর। একাধিকবার হেয়ার স্ট্রেটনার ব্যবহারের ফলে চুল ক্ষতিগ্রস্ত হয়।
২. চুল রুক্ষ শুষ্ক প্রাণহীন হয়ে যেতে পারে হেয়ার স্ট্রেটনার ব্যবহারের ফলে। স্ট্রেটনিংয়ের মসয় যে উপাদান ব্যবহার করা হয় চুলে, তা চুলের স্বাভাবিক তৈলাক্তভাব কমিয়ে দিতে থাকে। আর বারবার স্ট্রেটনার ব্যবহারের ফলে একেবারে তা কমে যায়। এর ফলে চুল হয়ে ওঠে রুক্ষ এবং শুষ্ক।
আরও পড়ুন - Sleep: অপর্যাপ্ত ঘুম কীভাবে শরীরে জটিল সমস্যা তৈরি করে?
৩. চুলে জট পড়ার সমস্যা দেখা দিচ্ছে? তাহলে এর জন্য দায়ী হেয়ার স্ট্রেটনার ব্যবহার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চুলের সমস্যা বাড়িয়ে দেয় হেয়ার স্ট্রেটনিংয়ের অভ্যাস। কেমিকেল এবং তার সঙ্গে স্ট্রেটনারের গরম তাপমাত্রা চুলের গোড়া থেকে ক্ষতি করে। এর ফলে চুলে অত্যধিক মাত্রায় জট পড়ে।
৪. চুলের গোড়া ফেটে যাওয়ার মসস্যাও দেখা দেয় হেয়ার স্ট্রেটনার ব্যবহারের ফলে। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, চুল রুক্ষ শুষ্ক প্রাণহীন হয়ে যায়। আর তাতেই গোড়া ফাটার মতো সমস্যা দেখা দেয়।
৫. শুধু চুলেই নয়, মাথার ত্বকেরও নানা সমস্যা তৈরি করে হেয়ার স্ট্রেটনার। বিশেষজ্ঝদের মতে, স্কাল্পে চুলকানির সমস্যা দেখা দেয় এর ফলে।
৬. এছাড়াও রয়েছে অ্যালার্জির সমস্যা। তাই চুলের স্বাস্থ্য বজায় রাখতে যতটা সম্ভব এই সমস্ত জিনিস ব্যবহার না করা যায়, তত ভালো, এমনটাই মত বিশেষজ্ঞদের।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )