(Source: ECI/ABP News/ABP Majha)
Happy Mother's Day 2022: তুমিই আমার সুপারহিরো, মাদার্স ডে-তে মা-কে যে কথাগুলো বলতে পারেন
এই বিশেষ দিনে মায়ের উদ্দেশে যে কথাগুলো বলতে পারেন, রইল তার কিছু উদাহরণ। যদি মায়ের সঙ্গে মনোমালিন্যও চলে, তাহলে এই দিনটাই (Mother's Day 2022) সমস্ত সমস্যা মিটিয়ে নেওয়ার।
কলকাতা: রাত পোহালেই মাদার্স ডে (Mother's Day 2022)। সন্তানদের কাছে মা-ই তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ নারী। সুখে, দুঃখে, যেকোনও পরিস্থিতিতে যে মানুষটা সবসময় নিজের কথা না ভেবে সন্তানের কথা ভাবেন, তিনি মা। অসুস্থতার সময়ে মাথায় হাত বুলিয়ে দেওয়া থেকে কঠিন পরিস্থিতিতে নিজের কোল বাড়িয়ে দেওয়া মাথা রাখার জন্য, সেই মানুষটা মা। সন্তানদের জন্য সবথেকে বেশি আত্মত্যাগ করা মানুষটা মা। আগামীকাল বিশ্বজুড়ে পালিত হবে মাতৃদিবস। সারাবছর তো মা সন্তানদের জন্য কত কিই না করেন। এই একটা দিন সন্তানরা না হয় মায়ের জন্য কিছু করল। মায়ের মুখে হাসি ফোটানোর জন্য দামি কোনও উপহারের দরকার হয় না। একবার জড়িয়ে ধরলেই তারা খুশি। এই বিশেষ দিনে মায়ের উদ্দেশে যে কথাগুলো বলতে পারেন, রইল তার কিছু উদাহরণ। যদি মায়ের সঙ্গে মনোমালিন্যও চলে, তাহলে এই দিনটাই সমস্ত সমস্যা মিটিয়ে নেওয়ার। অনেকদিন ধরে হয়তো মাকে কিছু বলতে চাইছেন, তা বলার জন্য মাদার্স ডে-র থেকে ভালো দিন হয়তো আর নেই।
মাদার্স ডে-তে মা-কে বলতে পারেন এই কথাগুলো-
১. আমার জীবনের সুপারহিরো তুমিই মা। আজকের এই বিশেষ দিনে তোমাকে বলতে চাই, তুমিই আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান। আশা করি এই দিনটায় তোমাকে অনেক ভালোলাগা দিতে পারব।
২. আমি সৌভাগ্যবান যে তোমাকে মা হিসেবে পেয়েছি। আমি জানি, তোমার মতো করে আমার পাশে কেউ কখনও থাকেনি। মা, তোমায় খুব ভালোবাসি।
৩. আমার আনন্দে যেমন তুমি অনেক হেসেছো, তেমনই খারাপ সময়ে সবসময় পাশে থেকেছো। তোমাকে ছাড়া আমি কী করতাম মা...
৪. তোমার থেকেই শক্তি আর ধৈর্য ক্ষমতা পেয়েছি মা। আমার পাশে থাকার জন্য মা তোমাকে অনেক ধন্যবাদ।
৫. তোমাকে খুব ভালোবাসি মা। জানি না তোমাকে ছাড়া আমি কী করতাম। কীভাবেই বা বাঁচতাম। তুমিই আমার জীবনের অক্সিজেন। হ্যাপি মাদার্স ডে।
৬. বছরের পর বছর যেভাবে আমার পাশে থেকে আমায় মনের জোর জুগিয়ে গিয়েছো, তাতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি মা। তুমি একবার জড়িয়ে ধরলেই সমস্ত চিন্তা দূর হয়ে যায়।
আরও পড়ুন - Dog Care: গরমকালে কতদিন অন্তর স্নান করাবেন সারমেয় সন্তানটিকে?
৭. মা তোমার কাছে আমি কৃতজ্ঞ যে এভাবে আমাদের দেখাশোনা করেছ। কত কঠিন পরিস্থিতি হাসতে হাসতে পেরিয়ে এসেছি মা তোমার জন্য।
৮. যদি আমি লিখতে বসি যে মা তোমায় কতটা ভালোবাসি, তাহলে একটা বই লেখা হয়ে যাবে। হ্যাপি মাদার্স ডে।
৯. আমার জীবনের সবথেকে অসাধারণ নারী তুমিই মা। তুমিই আমার সবথেকে প্রিয় বন্ধু। সময় কাটানোর সবথেকে বড় সঙ্গী। তুমিই আমার জীবনের সবথেকে সেরা উপহার।
১০. মা তোমাকে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারি না। তুমিই আমার জীবনের সবথেকে বড় পিলার। না বলা কথাগুলোও কীভাবে বুঝে নিতে পারো তুমি।