Dog Care: গরমকালে কতদিন অন্তর স্নান করাবেন সারমেয় সন্তানটিকে?
গরমকালে কতদিন অন্তর কুকুরকে (Dog) স্নান করানো দরকার, তা অনেকেই জানা থাকে না। এর ফলে অজান্তেই প্রিয় পোষ্যর ক্ষতি করে ফেলেন অনেকে। জেনে নিন গরমকালে কতদিন অন্তর স্নান করাবেন আপনার সারমেয় সন্তানটিকে।
কলকাতা: গরমকালে (Summer) উষ্ণ আবহাওয়ার কারণে যেমন মানুষের নানা শারীরিক সমস্যা দেখা দেয়, তেমনই সমস্যা দেখা দেয় পশুপাখিদেরও। এই সময়ে ওদের নানা অসুখও দেখা দেয়। সঠিক সময় চিকিৎসা শুরু না করলে তা বিপজ্জনক হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই সময়ে কুকুরদের ডিহাইড্রেশন, ডায়রিয়া এবং আরও নানা অসুখ দেখা দেয়। অত্য়ধিক গরমের কারণে হতে পারে সান স্ট্রোকও। তাই এই সময় ওদের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। গরমকালে কুকুরের শরীর যাতে ঠান্ডা থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরি। গরমকালে কতদিন অন্তর কুকুরকে (Dog) স্নান করানো দরকার, তা অনেকেই জানা থাকে না। এর ফলে অজান্তেই প্রিয় পোষ্যর ক্ষতি করে ফেলেন অনেকে। জেনে নিন গরমকালে কতদিন অন্তর স্নান করাবেন আপনার সারমেয় সন্তানটিকে (Dog Shower)।
গরমকালে কুকুরের যত্ন-
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরমকালে কুকুরকে স্নান করানো দরকার তার লোম অনুযায়ী। যে সমস্ত কুকুরের বড় বড় লোম, তাদের পরিচর্যা একরকম। আর যাদের ছোট লোম, তাদের পরিচর্যা একরকম। তাঁদের মতে, খুব বেশি স্নান করানো উচিত নয় কুকুরদের। তাতে ওদের ত্বকের তৈলাক্তভাব নষ্ট হয়ে যেতে পারে। অত্যধিক গরম পড়লে সপ্তাহে একদিন স্নান করানো যেতে পারে। এছাড়াও, স্নানের পর লোম থেকে ভালো করে জল মুছে বের করে দেওয়া প্রয়োজন। নাহলে লোমের ভিতর জল জমে থাকলে তা থেকে ঠান্ডা লাগা এবং আরও নানা অসুখ দেখা দিতে পারে।
আরও পড়ুন - Health Tips: হলুদ ছোপ পড়েছে? সহজ পদ্ধতিতে পান ঝকঝকে সাদা দাঁত
বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন যে, স্নান করানোর আগে সারমেয় সন্তানটির লোম ব্রাশ দিয়ে ভালো করে আঁচড়ে দিন। তাতে মৃত লোমগুলি উঠে যাবে। এবং স্নান করানোর সময় তা খুব সহজেই ধুয়ে যাবে। এছাড়া, যে সমস্ত কুকুরের লোম বড় বড়, গরমকালে তাদের লোম ছেঁটে দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে, তা অবশ্যই চিকিৎসকের পারমর্শ মেনে। স্নানের পরই পোষ্য সারমেয়টি যাতে শুয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখা জরুরি।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )