Happy Propose Day 2021 আজ প্রোপোজ ডে, মনের কথা বলার সময় মেনে চলুন এই টিপস
Happy Propose Day 2021 Wishes নানা দিক দিয়ে ৮ ফেব্রুয়ারি দিনটি শুভ বলে মানা হয়। মনে করা হয়, যে কোন সুউদ্দেশ্য এ দিন নাকি সফল হবেই। আর ঠিক সেই কারণেই সারাবিশ্ব এই বিশেষ দিনটিকে প্রোপোজ ডে হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন নির্দ্বিধায় মনের মানুষটিকে ভালোবাসার কথা জানালে, ইতিবাচক উত্তর আসার সম্ভাবনাই বেশি থাকে।

আকাশে-বাতাসে খেলা করছে বসন্ত। চারিদিকে যেন ছেয়ে যাচ্ছে প্রেম। কারণ ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস। আর ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে ভালোবাসার সপ্তাহ। ৭ ফেব্রুয়ারী থেকে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনের আগে একে একে উদযাপন করা করা হয় এই দিন গুলি। আজ অর্থাত্ ৮ ফেব্রুয়ারি হল প্রোপোজ ডে। এই বিশেষ দিনেই মনের কোনে লুকিয়ে থাকা প্রেম ভালোবাসার মানুষটির কাছে উজাড় করে দেওয়ার দিন।
কেন এই দিনে প্রোপোজ ডে?
নানা দিক দিয়ে ৮ ফেব্রুয়ারি দিনটি শুভ বলে মানা হয়। মনে করা হয়, যে কোন সুউদ্দেশ্য এ দিন নাকি সফল হবেই। আর ঠিক সেই কারণেই সারাবিশ্ব এই বিশেষ দিনটিকে প্রোপোজ ডে হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন নির্দ্বিধায় মনের মানুষটিকে ভালোবাসার কথা জানালে, ইতিবাচক উত্তর আসার সম্ভাবনাই বেশি থাকে। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’পালন করে ভ্যালেন্টাইন-উইকের শুরু হয়। ভালোবাসার ফুল গোলাপ। প্রেমিক-প্রেমিকা হোক বা যে কোনও প্রিয়জন, গোলাপ উপহার দেওয়ার দিন হল এই দিন।
প্রপোজ করার সময় যে যে বিষয় গুলো মনে রাখা উচিত...
বজায় রাখুন নিজের আত্মবিশ্বাস- ভালোবাসার মানুষটিকে প্রপোজ করার সময় নিজের মধ্যে আত্মবিশ্বাস বজায় রাখুন। তাঁর সামনে স্বাভাবিক থাকুন। বিপরীত দিক থেকে কি উত্তর আসবে সেই চিন্তায় উতলা হয়ে পড়বেন না। বরং একটা মিষ্টি হাসি দিয়ে প্রপোজ করুন ভালবাসার মানুষটিকে।
মহিলারা একটু আলাদা রকম ভাবে পুরুষদের থেকে ভালোবাসার কথা শুনতে আগ্রহী হয়। যেমন বেশির ভাগ মেয়েই কল্পনা করে থাকেন যে, তাঁর পছদের পুরুষের হাতে একটি লাল গোলাপ থাকবে। সঙ্গে একটি কেক থাকবে এবং তার উপর আইসিং থাকবে।
অনেক সমালোচক বলে থাকেন প্রেমের প্রস্তাব দেবার জন্য আলাদা ঋতু, আলাদা দিন কিংবা বিশেষ আবহ কেন লাগবে? প্রেম চিরন্তন তাই যেকোনো মুহূর্তই প্রেমের জন্য আদর্শ। এই বক্তব্যের যুক্তি গ্রাহ্যতার প্রতি সম্মান জানিয়েই বলা যায়, প্রেম নিবেদনের জন্য একটি বিশেষ দিন প্রেমের মহিমাকে আরও কিছুটা বৃদ্ধি করে। তাই গোটা বিশ্ব জুড়ে পালিত হয় প্রেম নিবেদনের এ দিবস।
আর প্রোপোজ ডে'তে কারওকে মন উজাড় করে ভালোবাসার কথা বলার একেবারে শ্রেষ্ট দিন। তবে ভালবাসার মানুষটি মনের কথা বলার বেশ কয়েকটি উপায় আছে।
প্রিয় কোনও জায়গায় ডিনারে যেতে পারেন- মনের মানুষকে সঙ্গে নিয়ে তাঁর পছন্দের কোনও রেস্তোরাঁয় ঘুরতে যেতে পারেন। সারতেও পারেন দুজন একসঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার। শুধু তাই নয়, কিছু বলার আগে তাঁর সামনে পছন্দের খাবার সাজিয়ে তাঁকে অবাক করে দিন। সে যখন আপনাতে মুগ্ধ হয়ে যাবে তখন সন্তপর্নে বলে ফেলুন মনের আসল কথাটি।
তবে চিরাচরিত প্রোপজালের বাইরে গিয়ে একটু অন্যভাবে প্রিয়জনকে জানিয়ে দিন আপনার মনের বিশেষ কথাটি।
ভালবাসার মানুষটি যদি সাহিত্য়প্রেমী একজন হয়ে থাকে তবে, তাকে নিয়ে একটি কবিতা বা ছোট গল্প তৈরি করুন। আপনি যদি লেখক না হয়ে থাকেন চিন্তার কোন কারন নেই। একটি পুরানো বইয়ের ভেতরে গর্ত করুন, একটি চিরকুটে ভালবাসা বা বিয়ের প্রস্তাবটি লিখে ভিতরে রেখে দিন এবং তাকে বইটি থেকে একটি নির্দিষ্ট পৃষ্ঠা পড়তে বলুন। এতে সে অবাক ও খুশী হয়ে উঠবে।
প্রপোজ করুন প্রথম দেখা হওয়ার জায়গায় গিয়ে- প্রপোজ ডেতে পছন্দের মানুষকে মনের কথা জানানোর সব থেকে ভালো জায়গা হল যেখানে আপনাদের প্রথমবার দেখা হয়েছিল। সেখানে গিয়েই জানিয়ে দিন তাঁকে আপনার মনের কথা।
সূর্যাস্তের সময় লং ড্রাইভে যেতে পারেন কোনও সৈকত তীরে – সূর্য যখন অস্তাচলে তখন প্রিয়জনের সঙ্গে বেড়িয়ে আসতে পারেন কোনও সমুদ্রের তট থেকে। এবং সেখানেই সেরে ফেলতে পারেন মনের কথা আদান প্রদান।
এদিনে বিতর্ক ভুলে মনের কথাটি বলেই ফেলুন মনের মানুষটিকে। কে জানে তিনি হয়তো আপনার প্রস্তাবের অপেক্ষাতেই বসে রয়েছেন। আর যখন আপনার হাতের মুঠোয় রয়েছে এমন একটি দিন! তাই বসন্তে যখন গোটা প্রকৃতি ভেসে যাচ্ছে ভালবাসার রঙে তখন আপনিও ভেসে যান প্রকৃতির সঙ্গে। আপনার দিনটি পরিপূর্ণ হোক প্রেমে...।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
