Almond in Empty Stomach: জলে ভিজিয়ে এবং খোসা ছাড়িয়ে আমন্ড তো খাচ্ছেন, খালি পেটে খেলে কী কী উপকার?
Almond: অনেকেই সকালে জিমে যান। অন্যভাবে শরীরচর্চা করেন। ওয়ার্ক আউট শুরুর আগে খালি পেটে আমন্ড খেলে ভরপুর এনার্জি পাবেন আপনি।
Almond in Empty Stomach: আমন্ড খাওয়া স্বাস্থ্যের (Almond Health Benefits) পক্ষে ভাল, একথা সকলেই জানেন। শুকনো আমন্ডের পরিবর্তে জলে ভিজিয়ে রাখা আমন্ড (Soaked Almond) খেলে উপকার বেশি, এই তথ্যও জানেন স্বাস্থ্য সচেতনরা। পেটের সমস্যা থাকলে আমন্ডের খোসা ছাড়িয়ে খেলে আর সমস্যা হবে না। অনেকে সকালে খালি পেটে আমন্ড (Almond Eating Benefits) খান। অনেকে আবার স্বাস্থ্যকর স্ন্যাক্স (Healthy Snacks) হিসেবেও আমন্ড খেতে পারেন দিনের অন্যান্য সময়ে। কোন সময়ে আমন্ড খাওয়া সবচেয়ে ভাল, চলুন জেনে নেওয়া যাক।
সকালে শরীরচর্চার আগে আমন্ড খেতে পারেন, কী কী উপকার পাবেন
অনেকেই সকালে জিমে যান। অন্যভাবে শরীরচর্চা করেন। ওয়ার্ক আউট শুরুর আগে খালি পেটে আমন্ড খেলে ভরপুর এনার্জি পাবেন আপনি। ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমিয়ে এবং গুড কোলেস্টেরল সঠিক মাত্রায় বজায় রেখে আমন্ড খেয়াল রাখে আমাদের হৃদযন্ত্রের। তাই শরীর-স্বাস্থ্য ভাল রাখার জন্য রোজ আমন্ড খাওয়া ভাল অভ্যাস। কিন্তু বেশি পরিমাণে খাবেন না আমন্ড। রোজ যাঁরা আমন্ড খান, তাঁরা প্রতিদিন ২ থেকে ৩টের বেশি আমন্ড না খাওয়াই ভাল। নইলে পেট ব্যথা হতে পারে।
খালি পেটে কেন বাদাম খাবেন জেনে নিন
- খাবার ভালভাবে হজম করতে সাহায্য করে আমন্ড। তাই সকালে খালি পেটে বাদাম খেয়ে নিলে সারাদিন আর বদহজমের সমস্যা হবে না।
- বাদামের মধ্যে থাকা হেলদি ফ্যাট এবং প্রোটিন আমাদের শরীরের মেটাবলিজম রেট বাড়ায়। তাই সকালে খালি পেটে খেলে ওজন কমবে দ্রুত।
- সারাদিন আপনি যাতে ভরপুর এনার্জি পান, চাঙ্গা থাকেন, তার জন্য সকালে খালি পেটেই আমন্ড খাওয়া জরুরি।
- ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে আমন্ড। এর মধ্যে রয়েছে কম গ্লাইসেমিক ইনডেক্স। তাই খালি পেটে খেলে আচমকা সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা কমায়।
- আমন্ডের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে খালি পেটে এটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে আপনার। সহজে খিদে পাবে না।
- সকালে খালি পেটে জলে ভেজানো আমন্ড খেলে তা সারাদিন আপনার শরীর হাইড্রেটেড রাখতেও সাহায্য করে।
আরও পড়ুন- রাতের খাবার খাওয়ার আগে কি শসা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )