Dry Fruits: রোজ সামান্য পরিমাণে ড্রাই ফ্রুটস কেন স্বাস্থ্যের জন্য জরুরি? বেশি খেয়ে ফেললে অসুবিধা কী কী?
Health Tips: বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস নিয়মিত খেলে বাড়বে আপনার শরীরের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতা। সহজে অসুস্থ হবেন না আপনি।

Dry Fruits: অল্প পরিমাণে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস রোজই খাওয়া যায়। এর উপকার অনেক। আমন্ড, আখরোট, কাজু, চিনাবাদাম, পেস্তা এবং কিশমিশ, খেজুর- এইব রোজই খেতে পারেন আপনি। তবে রোজ ড্রাই ফ্রুটস খেলে অতি অবশ্যই খেয়াল রাখুন পরিমাণের দিকে। নাহলে হিতে বিপরীত হতে পারে। এবার জেনে নেওয়া যাক রোজ ড্রাই ফ্রুটস খেলে শরীরে-স্বাস্থ্যের কী কী উপকার হবে।
- বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটসের মধ্যে থাকে একাধিক ভিটামিন, মিনারেলস এবং পুষ্টি উপকরণ। অতএব রোজ ড্রাই ফ্রুটস খাওয়ার অভ্যাস থাকলে শরীরে ভিটামিন, মিনারেলসের ঘাটতি হবে না। রোজ ২-৩টে আমন্ড সকালবেলায় খালি পেটে খেতে পারেন আপনি। আগের রাতে কাচের পাত্র জল দিয়ে ভিজিয়ে রাখুন। পরের দিন খাওয়ার আগে খোসা ছাড়িয়ে নিন। রোজ আমন্ড খেলে ত্বক এবং চুল ভাল থাকবে, কারণ এর মধ্যে রয়েছে ভরপুর ভিটামিন ই। আর আমন্ড খেলে মস্তিষ্ক সক্রিয়, সজায় এবং প্রখর হয়। মনযোগ বাড়ে। এনার্জি পাবেন আপনি। একাগ্রতাও বাড়বে।
- আপনাকে সারাদিন ভরপুর এনার্জির জোগান দেবে রোজ ড্রাই ফ্রুটস খাওয়ার অভ্যাস। হেলদি স্ন্যাক্স হিসেবে ব্যাগে রাখতে পারেন বিভিন্ন ধরনের ড্রাই ফুটস। অনেকক্ষণ পেট ভরিরাখে এইসব খবার। খেজুর এবং আমন্ড, এই দুই ড্রাই ফ্রুটস রোজ সামান্য পরিমাণে খেলেই দিনভর চাঙ্গা থাকবেন আপনি। এই তালিকায় রাখতে পারেন কিশমিশ। এমনকি কিশমিশ ভেজানো জল খেলেও অনেক উপকার পাওয়া যায়।
- বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস নিয়মিত খেলে বাড়বে আপনার শরীরের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতা। সহজে অসুস্থ হবেন না আপনি। হার্টের খেয়াল রাখে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস। ত্বক এবং চুলের জন্যেও জরুরি এইসব খাবার। ওজন কমাতেও কাজে লাগে ড্রাই ফ্রুটস খাওয়ার অভ্যাস। সংক্রমণ এড়াতেও সাহায্য করে রোজ অল্প করে ড্রাই ফ্রুটস খাওয়ার অভ্যাস। শরীরে সঠিক ভাবে পুষ্টির জোগানও দেয় এইসব ড্রাই ফ্রুটস। জলের পরিবর্তে দুধে ভিজিয়ে খেতে পারেন ড্রাই ফ্রুটস। উপকার পাবেন একই ভাবে।
তবে বেশি ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেলে আপনার পেটে ব্যথা, পেটের অন্যান্য সমস্যা, বদহজমের অসুবিধা- এইসব সমস্যা দেখা দিতে পারে। তাই রোজ ড্রাই ফ্রুটস খেলে একটি সতর্ক থাকাই ভাল। নাহলে স্বাস্থ্যের অবনতি হতে পারে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















