Diabetes Tips : ভুল করেও এই ফলগুলি খাওয়া উচিত নয় ডায়াবেটিসের রোগীদের, কোন কোন ফল খাবেন ?
Blood Sugar Level: শরীরে শর্করার মাত্রা ঠিক না থাকলে ডায়াবেটিস হয়। শরীর সঠিক পরিমাণে ইনসুলিন তৈরি না করার কারণে এটি ঘটে।
কলকাতা : অনিয়মিত জীবনযাপন এবং খাদ্যাভ্যাসের কারণে শরীরে বাসা বাঁধতে পারে ডায়াবেটিস। ভারতে এই রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এই কারণে ডায়াবেটিস রোগীরা তাদের খাবারের ব্যাপারে খুবই সতর্ক থাকে। কী খাওয়া যাবে আর কী খাওয়া যাবে না সে বিষয়ে খেয়াল রাখতে হয় তাদের। আবার অনেক ডায়াবেটিস রোগী কী ফল খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয় তা নিয়ে বিভ্রান্ত থেকে যায়। তারা বুঝতে পারে না কোন ফল তাদের জন্য বেশি উপকারী আর কোনটি নয়।
শরীরে শর্করার মাত্রা ঠিক না থাকলে ডায়াবেটিস হয়। শরীর সঠিক পরিমাণে ইনসুলিন তৈরি না করার কারণে এটি ঘটে। কিছু মানুষ এই রোগ নিয়ে জন্মায়, আবার কিছু লোকের খারাপ খাদ্যাভ্যাস এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে সুগারের মাত্রা বেড়ে যায়। যদি খালি পেটে আপনার চিনির মাত্রা ১০০ এমজি/ডিএল-এর বেশি হয়, তাহলে তা ডায়াবেটিসের লক্ষণ। খাওয়ার পরে যদি সুগার ১৪০ এমজি/ডিএল-এর বেশি থাকে, তবে তা ডায়াবেটিসের লক্ষণ।
চিকিৎসকরা ডায়াবেটিস রোগীদের ফল খাওয়ার পরামর্শ দেন। তবে, ডায়াবেটিস রোগীদের উচিত তাদের নিজস্ব খাদ্য পরিকল্পনা করার। তাদের খাদ্যতালিকায় চিনির পরিমাণের দিকে নজর রাখতে হবে বা অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া এড়িয়ে চলতে হবে। চিকিৎসকরা বলেন, ডায়াবেটিস রোগীরা ফল খেতে পারেন, তবে কোন ফল খাবেন আর কোনটি খাবেন না তা জানা জরুরি।
ডায়াবেটিস রোগীদের কোন কোন ফল খাওয়া উচিত-
- কিউই
- আপেল
- কমলা
- স্ট্রবেরি
- চেরি
ডায়াবেটিসে কোন ফল খাওয়া উচিত নয়-
- তরমুজ
- আনারস
- কলা
- আম
ডায়াবেটিস রোগীদের ফলের রস খাওয়া উচিত ?
চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিস রোগীদের ফলের রস পান করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে বাজারে পাওয়া প্যাকেটজাত জুস পান করবেন না। এর পরিবর্তে ফল খাওয়া উচিত। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
তবে খুব বেশি ফল খাবেন না। বেশি ফল খেলে ডায়াবেটিস রোগীর সুগার লেভেল বেড়ে যেতে পারে। চিকিৎসকরা বলেন, ডায়াবেটিস রোগীদের প্রতিদিন তাদের খাদ্যতালিকায় এক থেকে দু'টি ফল খাওয়া উচিত। সকালে ফল খাওয়া বেশি উপকারী বলে মনে করা হয়। খাবারের সঙ্গে ফল কখনোই খাওয়া উচিত নয়। গভীর রাতেও ফল খাওয়া এড়িয়ে চলা উচিত।
তথ্যসূত্র : এবিপি নিউজ
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )