New Corona Variant: ভারতে করোনার নয়া রূপ, বাদ নেই বাংলাও, দাবি ইজরায়েলি বিজ্ঞানীর, 'অস্বাভাবিক নয়', বলল ICMR
Coronavirus in India: সব মিলিয়ে ভারতে এখনও পর্যন্ত ৬৯টি এমন সংক্রমণ ধরা পড়েছে বলে দাবি শে-র।
নয়াদিল্লি: মাঝে থিতিয়ে এসেছিল ভয়াবহতা (COVID Pandemic)। কিন্তু দেশে ফের উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ (Novel Coronavirus)। তার মধ্যেই বিস্ফোরক দাবি ইজরায়েলি বিজ্ঞানীর (Israeli Scientist)। ভারতের ১০টি রাজ্যে করোনার রনয়া রূপ ধরা পড়েছে বলে দাবি করলেন তিনি। তাঁর দাবি, নোভেল করোনাভাইরাসের নয়া রূপ BA.2.75 ধরা পড়েছে (News COVID Variant)।
ইজরায়েলের শেবা মেডিক্যাল সেন্টারের ভাইরোলজি ল্যাবরেটরিতে কর্মরত গবেষক শে ফ্লেইশন এমন দাবি করেছেন। ট্যুইটারে তিনি লেখেন, "মূলত ভারতই (সাতটি রাজ্য) এ ছাড়াও সাতটি দেশ থেকে এখনও পর্যন্ত ৮৫টি ফ্রিকোয়েন্স পাওয়া গিয়েছে। তবে ভারতের বাইরে কোথাও কারও সংক্রমিত হওয়ার খবর মেলেনি।"
BA.2.75 update – 02.07.2022
— shay fleishon 🧬 (@shay_fleishon) July 2, 2022
85 sequences have been uploaded so far, mainly from India (from 10 states) and 7 other countries.
No transmission could be tracked based on sequences outside India yet.
ভারতে করোনার নয়া রূপ!
ইজরায়েলি বিজ্ঞানী যে পরিসংখ্যান তুলে ধরেছেন ট্যুইটারে, তা হল, ২০২২-এর ২ জুলাই পর্যন্ত মহারাষ্ট্রে ২৭, পশ্চিমবঙ্গে ১৩, দিল্লি, জম্মু-কাশ্মীর এবং উত্তরপ্রদেশে এক জন করে, হরিয়ানায় ছ'জন, হিমাচলপ্রদেশে তিন জন, কর্নাটকে ১০ জন, মধ্যপ্রদেশে পাঁচ জন এবং তেলঙ্গানায় দু'জনের মধ্যে করোনার নয়া রূপ BA.2.75-এর সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে ভারতে এখনও পর্যন্ত ৬৯টি এমন সংক্রমণ ধরা পড়েছে বলে দাবি শে-র।
আন্তর্জাতিক জিনোমিক ডেটা প্ল্যাটফর্ম 'নেক্সটস্ট্রেইন'-এর দাবি, ভারতের পাশাপাশি আরও সাতটি দেশে করোনার এই নয়া রূপের হদিশ মিলেছে। আগামী দিনে করোনার এই নয়া রূপ BA.2.75 গোটা বিশ্বে দাপিয়ে বেড়াবে বলেও মন্তব্য করেন ইজরায়েলি বিজ্ঞানী শে। তিনি বলেন, "এত তাড়াতাড়ি হয়ত সব বোঝা সম্ভব নয়। তবে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের।" করোনার এই নয়া রূপ আগামী দিনে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তাঁর।
Surveillence minded folks - worth keeping a close eye on BA.2.75 - lots of spike mutations, probable second generation variant, apparent rapid growth and wide geographical spread...https://t.co/sY0edKoQHX
— Tom Peacock (@PeacockFlu) June 30, 2022
আরও পড়ুন: Medicine Price Update: ৮৪টি অত্যাবশ্যক ওষুধের দামে লাগাম, নিয়ম না মানলেই ব্যবস্থা
ব্রিটেনের ইমপিরিয়াল ডিপার্টমেন্ট অফ ইনফেকশাস ডিজিসেস-এ কর্মরত ভাইরোলজিস্ট টম পিককের কথায়, "করোনার দ্বিতীয় প্রজন্মের একটি রূপ এই BA.2.75। বহুবার চরিত্রবদল করেই ভাইরাসের এই নয়া রূপ। হয়েছে। দ্রুত হারে বৃদ্ধি ঘটছে। শীঘ্রই গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে।"
BA.2.75 আসলে কী
করোনা এই নয়া রূপ সত্যিই পাওয়া গিয়েছে কিনা জানতে চাইলে, সম্ভাবনা উড়িয়ে দেননি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর (ICMR) শীর্ষস্থানীয় বিজ্ঞানী সমীরণ পান্ডা। সংবাদমাধ্যনে তিনি বলেন, "ভাইরাস যতদিন থাকবে, তার নতুন নতুন রূপও সামনে আসবে। ভাইরাসের চরিত্রবদলও চলবেই। তাই এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। এমনটা হতই।" তবে বর্তমানে দেশে যে হারে সংক্রমণ বাড়ছে, তার জন্য BA.2.75-ই দায়ী বলে মানতে নারাজ তিনি। তাঁর কথায়, "BA.2.75-এর জন্যই সংক্রমণ বাড়ছে কি না, এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়। আর এখন যে হারে সংক্রমণ বাড়ছে, তাকে ঢেউ বলা যায় না, সামান্য ঊর্ধ্বমুখী সংক্রমণ।" শুধুমাত্র BA.2.75-ই নয়, BA.2 গোত্রের করোনার সব রূপের উপরই নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে আইসিএমআর।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )