India Coronavirus : দেশে আজও ১৬ হাজার ছুঁইছুঁই করোনা সংক্রমণ, বাংলাতেও করোনাগ্রাফে লাফ
দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও।শুক্রবার রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে ছ’শোর ওপরে।
![India Coronavirus : দেশে আজও ১৬ হাজার ছুঁইছুঁই করোনা সংক্রমণ, বাংলাতেও করোনাগ্রাফে লাফ Covid-19 Live India logs 15,940 new cases; active cases stand at 91,779 India Coronavirus : দেশে আজও ১৬ হাজার ছুঁইছুঁই করোনা সংক্রমণ, বাংলাতেও করোনাগ্রাফে লাফ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/24/11a40e7490d8088c884f982aa9aa4f21_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : ফের উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা-গ্রাফ। দৈনিক সংক্রমণ কমলেও, তা আজও ১৬ হাজার ছুঁইছুঁই। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৪০ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৩৩৬।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৩।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯৭৪ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লক্ষ ৭৮ হাজার ২৩৪।
দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯১ হাজার ৭৭৯।
অন্যদিকে রাজ্যেও চোখ রাঙাচ্ছে করোনা। অন্যদিকে বাংলাতেও বাড়ছে করোনা। ভয় ধরাচ্ছে ডেঙ্গিও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন। মৃত্যু হয়েছে ২ জনের। কলকাতা মেডিক্যাল কলেজের হস্টেলে আক্রান্ত ৪ পড়ুয়া। আর আহমেদ ডেন্টাল কলেজের কয়েকজন চিকিৎসক-অধ্যাপকও সংক্রমণের কবলে। অন্যদিকে, চলতি বছরে মুর্শিদাবাদে ডেঙ্গিতে প্রথম মৃত্যু হয়েছে এক ব্যক্তির।
- গত কয়েকদিনে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা।
- বুধবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৯৫।
- বৃহস্পতিবার সেই সংখ্যাটাই এক লাফে বেড়ে হয় ৭৪৫।
- শুক্রবার দৈনিক সংক্রমণ সাড়ে ছ’শোর ওপরে।
শুক্রবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান, রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬৫৭ জন। পজিটিভিটি রেট ৭ দশমিক শূন্য চার শতাংশ মৃত্যু হয়েছে ২ জনের। স্বাাস্থ্য দফতর সূত্রের খবর, দৈনিক সংক্রমণের নিরিখে,
- সবার প্রথমে আছে কলকাতা
- তারপর উত্তর ২৪ পরগনা
- দক্ষিণ ২৪ পরগনা
করোনা যেভাবে উত্তরোত্তর বাড়ছে, তাতে অনেকেরই প্রশ্ন, সংক্রমণ বৃদ্ধির এই হারই কি করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে?
চিকিৎসক আসিফ ইকবালের মতে, এটা চতুর্থ ঢেউ শুরু হয়েছে, কোনও সন্দেহ নেই, আরও বাড়বে। এখন থেকেই আমাদের সতর্ক হতে হবে।
সূত্রের খবর, এই পরিস্থিতিতে করোনার নতুন কোনও প্রজাতি হানা দিয়েছে কি না, তার হদিশ পেতে, রাজ্যের সমস্ত প্যাথলিক্যাল ল্যাবরেটরিকে সমস্ত কোভিড পজিটিভ নমুনার ‘CT VALUE’-র দিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)