Covid Booster Dose : প্রথমবার ভ্যাকসিন বা বুস্টার ডোজ নেওয়ার আগেই আক্রান্ত? কবে নিতে পারবেন?
When Corona Affected Person Can Get Vaccine : টেস্ট করাতে পজিটিভ এল মধুমিতার রিপোর্টও। অথচ, ভ্যাকসিনের জন্য স্লটও বুক হয়ে গিয়েছিল তার। এবার কী করা ! কতদিনের অপেক্ষা।
কলকাতা : ১৬ র মধুমিতা। বড়দিনে যখন শুনেছিল, এবার তারাও ভ্যাকসিনের (Covid Vaccine) ডোজ পাবে, এক্কেবারে লাফিয়ে উঠেছিল সে। 'যাক এবার আরেকটি প্রাণ খুলে মেলামেশা করা যাবে'। তারপরই হি হি করে বাড়তে লাগল তৃতীয় তরঙ্গ। এরই মাঝে বাড়তে তার বাবা করোনা পজিটিভ (Corona Positive)। পজিটিভ মা-ও। টেস্ট করাতে পজিটিভ এল মধুমিতার রিপোর্টও। অথচ, ভ্যাকসিনের জন্য স্লটও বুক হয়ে গিয়েছিল তার। এবার কী করা ! কতদিনের অপেক্ষা।
৭২র বিশ্বনাথ ঘোষ। ১০ মাস হয়ে গিয়েছে দ্বিতীয় ডোজ পেয়েছেন। তিনি গত ১৫ বছর ধরেই ডায়বেটিক। এই মাসেই বুস্টারটিও ( Precautionary Booster Dose) নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বাধ সাধল সেই কোভিড। প্রথম ও দ্বিতীয় ঢেউ সামলালেও, তৃতীয় ধাক্কায় (Covid Third Wave) তিনিও আক্রান্ত। কী করবেন ? তবে কি মিলবে না এখন বুস্টার?
ডা. শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় জানালেন, তিনি দিন দশেক আগেই ভ্যাকসিনের বুস্টার ডোজ পেয়েছেন। তিনি জানালেন, এই বুস্টার ডোজ আসলে প্রিকশনারি। আগে যাঁরা ভ্যাকসিন পেয়ে গিয়েছেন , তাঁদের বর্মটিকে আরও পোক্ত করার জন্য, অর্থাৎ প্রতিরোধ ক্ষমতাকে আরও জোরদার করার জন্যই এই প্রিকশনারি বুস্টার ডোজ। যাঁরা ৯ মাস ( 39 weeks) বা তাঁর অধিক সময় আগেই ভ্য়াকসিনের দুটি ডোজ কমপ্লিট করে ফেলেছেন, তাঁদের কিন্তু এতদিন শরীরে অ্যান্টবডি থাকার কথা হয়। কোভিশিল্ডের গাইডলাইন অনুসারে টিকা নেওয়ার পর ৬ থেকে ৯ মাস অবধি অ্যান্টিবডি থাকতে পারে শরীরে। তাই তারপরও প্রতিরোধ ক্ষমতা ধরে রাখার জন্যই দরকার বুস্টার। যাঁরা বুস্টার পাচ্ছেন, তাঁদের উপর ভাইরাস খুব খারাপ প্রভাব বিস্তার করতে পারার কথা নয়। কারণ তা শরীরের ইমিউনিটিকে আরও জোরদার করে ফেলছে।
আরও পড়ুন :
করোনা থেকে বাঁচতে ভিটামিন সাপ্লিমেন্ট খাচ্ছেন? কী বলছেন চিকিৎসকরা?
এবার প্রশ্ন, বুস্টার নেওয়ার আগেই যদি বিশ্বনাথ বাবুর মতো কেউ আক্রান্ত হয়ে পড়েন, তাঁর কী হবে। এখনও পর্যন্ত সরকারের নির্দেশিকা অনুসারে , কেউ করোনা আক্রান্ত হওয়ার পর ৯০ দিন অপেক্ষা করতেই হবে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে। বুস্টার নেওয়ার ক্ষেত্রও ঠিক তাই ।
এখন প্রশ্ন মধুমিতার মতো অপ্রাপ্তবয়স্ক যাঁরা প্রথমবার ভ্যাকসিন পাওয়ার কথা , তাঁরা আক্রান্ত হয়ে পড়লে কী হবে ? শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জয়দেব রায় জানালেন, ঠিত সেটাই করতে হবে, যা নিয়ম বড়দের ক্ষেত্রেও। তিনমাস তাঁরা ডোজ নিতে পারবেন না। ঠিক তিনমাস পর তাঁরা সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাকসিন পাবেন।
এই বিষয়ে ডা. অগ্নিমিতা গিরি সরকার জানালেন, ঠিক এই কারণেই বাড়ির ছোটদেরও উপসর্গ থাকলেই করোনা পরীক্ষা দরকার। কারণ, সে যদি পজিটিভ হয়ে থাকে ও না জানতে পারে, তাহলে সে তো ভ্যাকসিনও নিয়ে ফেলবে। আর সেই ভ্যাকসিন কাজও করবে না। তাই ভ্যাকসিন কার্যকর হবে কিনা, নেওয়া যাবে কিনা , তা বোঝার জন্যও বাড়িতে কেউ আক্রাবন্ত হলে ছোটটিরও টেস্ট করাতে হবে। কারণ করোনা আক্রান্ত হলে স্বাভাবিক নিয়মেই আক্রান্তের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। তার উপর আবার ভ্যাকসিন নেওয়া অনর্থক। তাকে সরকারি নিয়ম মেনে অপেক্ষা করতেই হবে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )