Dolo 650: ক্যাডবেরি জেমসের মত মুঠো মুঠো এই ওষুধ খাচ্ছেন ভারতীয়রা, চিকিৎসকের পোস্টে শোরগোল; কোন বিপদের ইঙ্গিত ?
Dolo 650 Effects: ভারতে সাধারণত জ্বর হলে ডাক্তাররা এই ওষুধটি খাবার পরামর্শ দেন, এমনকী মাথাব্যথা, গায়ে-হাতে-পায়ে ব্যথার জন্যও এই ওষুধ দিয়ে থাকেন অনেক ডাক্তাররা।

কলকাতা: ভারতে প্যারাসিটামল এমন একটি ওষুধ যা সর্বত্র পাওয়া যায়, সামান্য একটু জ্বর-সর্দিকাশি হলেই মানুষজন এই ওষুধ খেয়ে থাকেন। অনেক সময় ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই দোকান থেকে কিনে এনে এই ওষুধ খান মানুষ। আর এই প্যারাসিটামলের (Dolo 650) অনেক রকম ব্র্যান্ড রয়েছে যার মধ্যে অন্যতম জনপ্রিয় হল ডোলো ৬৫০। বিগত বেশ কয়েক বছরে এই প্যারাসিটামলের ব্র্যান্ডটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে সারা দেশেই। আর এই ওষুধের কনসাম্পশনও বেড়েছে পাল্লা দিয়ে। আর এই ওষুধের বহুল প্রয়োগ নিয়েই সতর্কবার্তা দিয়েছেন জনৈক গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেলথ এডুকেটর পালানিয়াপ্পান মণিকম। সমাজমাধ্যমে তিনি লেখেন একটি পোস্টে, 'ভারতীয়রা ক্যাডবেরি জেমসের মত ডোলো ৬৫০ খায়'।
ভারতে সাধারণত জ্বর হলে ডাক্তাররা এই ডোলো ৬৫০ ওষুধটি খাবার পরামর্শ দেন, এমনকী মাথাব্যথা, গায়ে-হাতে-পায়ে ব্যথার জন্যও এই ওষুধ দিয়ে থাকেন অনেক ডাক্তার। এই ওষুধটির সক্রিয়তা, দক্ষতা ও নিরাপদ মাত্রার কারণে (Dolo 650) এটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। যদিও অন্য যে কোনও ওষুধের মতই এর অতিরিক্ত ব্যবহারের ফলে ক্ষতি হতে পারে, মূলত লিভার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আর তাই চিকিৎসকদের পরামর্শ মেনে খাওয়া দরকার এই ওষুধ এবং নির্ধারিত মাত্রার মধ্যেই খাওয়া দরকার। চিকিৎসকদের মতে, এই প্যারাসিটামলের অতিরিক্ত ব্যবহারের ফলে লিভারের কোশ ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যাপকভাবে। কোভিডকালীন সময় থেকেই এই ওষুধটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। সেই সময়য় অনেককেই ভ্যাক্সিন নেওয়ার পরে প্যারাসিটামল নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছিল।
ডোলো ৬৫০ ট্যাবলেটের মূল উপাদান প্যারাসিটামল, যা আমাদের শরীরে প্রবেশ করে প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণ ব্যাহত করে। এর কারণেই ব্যথার অনুভূতি হয়, প্রদাহ এবং জ্বর হয়ে থাকে। জ্বরের কারণে শরীরের তাপমাত্রা (Dolo 650) বেড়ে গেলে তাও কমিয়ে আনে এই ওষুধ। ফোর্বসের দেওয়া তথ্য অনুসারে, ২০২০ সাল থেকে ওষুধ প্রস্তুতকারী মাইক্রো ল্যাব সংস্থা ডোলো ৬৫০ ওষুধটির প্রায় ৩৫০ কোটি ট্যাবলেট বিক্রি করেছে। আর এক বছরে এর মাধ্যমে ৪০০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। কোভিড শুরু হওয়ার আগে বার্ষিক ৭.৫ কোটি পাতা বিক্রি হত এই ওষুধের, আর এক বছর পরেই তা বেড়ে যায় বছরে ৯.৪ কোটি পাতায়। ২০২১ সালের গোড়ায় এসে এই বিক্রি পৌঁছে যায় বছরে ১৪.৫ কোটি পাতায়। এমন তথ্যই দিয়েছে মার্কেট রিসার্চ ফার্ম IQVIA।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















