Monkey Fever Kerala: করোনা অতিমারির মধ্যে এবার চিন্তা বাড়াচ্ছে মাঙ্কি ফিভার
বর্তমানে দেশে করোনার তৃতীয় ঢেউ চলছে। প্রতিদিন বহু মানুষ সংক্রমিত হচ্ছেন। তবে এবার করোনা সংক্রমণের মাঝে চিন্তা বাড়াল মাঙ্কি ফিভার।
নয়াদিল্লি: এমনিতেই গত দুটো বছর ধরে করোনা (Coronavirus) পরিস্থিতি চলছে। মারণ এই ভাইরাসে গত দুটো বছরে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। বহু মানুষ সংক্রমিত হয়েছেন। বর্তমানে দেশে করোনার তৃতীয় ঢেউ চলছে। প্রতিদিন বহু মানুষ সংক্রমিত হচ্ছেন। তবে এবার করোনা সংক্রমণের মাঝে চিন্তা বাড়াল মাঙ্কি ফিভার (Monkey Fever)।
ইতিমধ্যেই কেরলে এক ব্যক্তির মধ্যে এই ভাইরাসে লক্ষণ দেখা গিয়েছে। জানা যাচ্ছে, কেরলের থিরুনেল্লি গ্রাম পঞ্চায়েতের ২৪ বছর বয়সী এক ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, মাঙ্কি ফিভার নামে পরিচিত এই ভাইরাস ক্যাসানুর ফরেস্ট ডিজিজ নামেও পরিচিত। এটি এক ধরনের মরসুমি জ্বর। কিন্তু দেশের দক্ষিণের অঞ্চলে এই রোগ এক সময় মহামারীর আকার নিয়েছিল। চলতি বছর কেরলে এই রোগে প্রথম আক্রান্তের সন্ধান মেলে। ইতিমধ্যেই কেরলের স্বাস্থ্য আধিকারিকদের পক্ষ থেকে এই রোগ সম্পর্কে সচেতনতা জারি করা হয়েছে।
আরও পড়ুন - Benefits of Vitamin E: ত্বক এবং চুলের স্বাস্থ্যে কীভাবে উপকার করে ভিটামিন ই?
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মাঙ্কি ফিভারে আক্রান্ত ওই ব্যক্তি কেরলের মানানথাবাদি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন এবং বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আগের থেকে স্থিতিশীল বলেই জানাচ্ছেন সেখানকার চিকিৎসকরা। এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত আর কোনও ব্যক্তির হদিশ পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডেঙ্গু এবং হলুদ জ্বরের কারণে এই রোগ দেখা দিতে পারে। পরিবারের অন্যান্য সদস্যরাও যদি ডেঙ্গু এবং হলুদ জ্বরে আক্রান্ত হন, তাহলে তাঁর থেকেও মাঙ্কি ফিভার দেখা দিতে পারে।
ইতিমধ্যেই কেরলে প্রতিদিন ২০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছেন। সেখানে মাঙ্কি ফিভারে আক্রান্ত দেখা দেওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞ, চিকিৎসকদের কপালে।
পাশাপাশি সারা দেশে করোনার তৃতীয় ঢেউয়ে প্রতিদিন বহু মানুষ সংক্রমিত হচ্ছে। কেরলে মাঙ্কি ফিভারে আক্রান্তের হদিশ পাওয়া যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে সমগ্র দেশের স্বাস্থ্য মহলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )