এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Nita Ambani launches One-stop Breast Clinic: বিশ্ব ক্যান্সার দিবসে স্যার এইচ এন ফাউন্ডেশন হাসপাতালে ‘ওয়ান-স্টপ ব্রেস্ট ক্লিনিক’-এর সূচনা নীতা অম্বানির
Nita Ambani Breast Clinic initiative on World Cancer Day 2021: মহিলাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন নীতা অম্বানি
মুম্বই: স্যার এইচ এন ফাউন্ডেশন হাসপাতালে ‘ওয়ান-স্টপ ব্রেস্ট ক্লিনিক’ এর সূচনা করলেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা অম্বানি। আজ বিশ্ব ক্যান্সার দিবসে এ বিষয়ে তিনি বলেন, ‘আজ বিশ্ব ক্যান্সার দিবস। এই দিনটিতে আশা, কাজ ও উন্নতির বিষয়টি স্বীকৃতি পায়। এই দিনটিতে আমরা সবাই নিজেদের মতো করে ক্যান্সারমুক্ত বিশ্ব গড়ে তোলার বিষয়ে নতুন করে দায়বদ্ধ হতে পারি। আজ স্যার এইচ এন ফাউন্ডেশন হাসপাতালের পক্ষ থেকে আমি জানাচ্ছি, আমরা আমাদের ভূমিকা পালন করছি। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল, প্রত্যেক ভারতীয়র সাধ্যের মধ্যে বিশ্বমানের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করব। শুরু থেকেই আমরা মানের উপর জোর দিয়েছি। আজ বিশ্ব ক্যান্সার দিবস, ২০২১-এ আমরা গর্বের সঙ্গে বলতে পারছি, মান বাড়াতে পেরেছি। এক জন ভারতীয় এবং একজন মহিলা হিসেবে আমি গর্বিত যে আমাদের ‘ওয়ান-স্টপ ব্রেস্ট ক্লিনিক’-এর সূচনার কথা ঘোষণা করতে পারছি।’
নীতা আরও বলেছেন, ‘মহিলারা একইসঙ্গে বিভিন্ন ধরনের কাজ করেন। তাঁরা সন্তানদের দেখভাল করেন, পরিবারের খেয়াল রাখেন, কর্মস্থলে নিজেদের দায়িত্ব পালন করেন, বাড়ির কাজও করেন। তাঁরা ব্যক্তিগত জীবন ও কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করেন। কিন্তু তাঁরা বেশিরভাগ সময়ই নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার সময় পান না বা অবহেলা করেন। আসুন, এটা বদল করি। মনে রাখতে হবে, আমরা যখন সুস্থ, স্বাস্থ্যবান ও শক্তিশালী থাকব, আমরা যে ভূমিকাগুলি পালন করি, তার সবগুলিতেই এটা কাজে লাগবে। যে মহিলারা লড়াই করছেন, তাঁরা প্রত্যেকে আমাদের ব্রেস্ট ক্লিনিকে সেরা চিকিৎসা পরিষেবা পাবেন। আমি প্রার্থনা করছি, আপনারা যে প্রশ্নের উত্তর খুঁজছেন, সেটা পেয়ে যাবেন। ভয় দূর করার জন্য যে সাহস দরকার, এগিয়ে যাওয়ার জন্য যে সমর্থন ও শক্তি দরকার, সেটা পাবেন।’
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement