Health Tips: ঘুমের মধ্যে ঘেমে যাচ্ছেন? কী অসুখের লক্ষণ জানা আছে?
রাতে ঘুমনোর সময় বা যেকোনও সময় ঘুমনোর সময় অনেকেরই ঘাম হয়। অনেকেই গরম হওয়ার কারণে ঘাম হওয়ায় এই লক্ষণ এড়িয়ে চলেন। সম্প্রতি গবেষকরা যে নতুন তথ্য প্রকাশ করেছেন।
কলকাতা: করোনা (Coronavirus) পরিস্থিতি চলছে। স্বাস্থ্যের প্রতিটা অস্বাভাবিক লক্ষণের দিকে এখন নজর দেওয়া খুবই জরুরি। করোনার তৃতীয় ঢেউয়ে ইতিমধ্যেই বহু মানুষ সংক্রমিত হয়েছেন। প্রতিদিন বহু মানুষের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যে সংক্রমণ বাড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের। সব মিলিয়ে মারণ ভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বিশেষজ্ঞ, চিকিৎসক থেকে সারা বিশ্বের মানুষের। ওমিক্রন (Omicron) ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে খুবই দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে। তাই চিন্তা বাড়ছে আরও। সম্প্রতি এই ভ্যারিয়েন্টের নতুন উপসর্গের সন্ধান পাওয়া গেল।
রাতে ঘুমনোর সময় বা যেকোনও সময় ঘুমনোর সময় অনেকেরই ঘাম হয়। অনেকেই গরম হওয়ার কারণে ঘাম হওয়ায় এই লক্ষণ এড়িয়ে চলেন। সম্প্রতি গবেষকরা যে নতুন তথ্য প্রকাশ করেছেন, তাতে জানা যাচ্ছে, রাতে ঘুমনোর সময় ঘেমে যাওয়া ওমিক্রনের লক্ষণ হতে পারে। শুধু ওমিক্রনই নয়। অনেক জটিল রোগের লক্ষণ এটি। বিশেষজ্ঞদের মতে ঘুমনোর সময় ঘেমে যাওয়া ফ্লু কিংবা ক্যানসারের লক্ষণ হতে পারে। তাই এই লক্ষণ এড়িয়ে যাওয়া একেবারেই সঠিক নয়। সময় মতো চিকিৎসকের সঙ্গে কথা বললে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব।
আরও পড়ুন - Health and Lifestyle: কোষ্ঠকাঠিন্যের সমস্যায় জেরবার? রোজ খান এই খাবার
বিশেষজ্ঞদের মতে, ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে গলায় ব্যথা, রাতে ঘুমনোর সময় ঘেমে যাওয়া এবং আরও বেশ কিছু নতুন লক্ষণ তাঁদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ওই ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তিদের স্বাদ কিংবা গন্ধ না পাওয়ার সমস্যা দেখা দেয় না।
এছাড়াও ওমিক্রনের আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আর কী কী উপসর্গ দেখা দেয়?
১. গলায় ব্যথা বা গলা খুশখুশ করা।
২. ক্লান্তিভাব।
৩. মাথার যন্ত্রণা।
৪. নাক থেকে জল পড়া।
৫. বেশি মাত্রায় জ্বর।
৬. দুর্বলভাব।
৭. সারা শরীরে ব্যথা অনুভব।
৮. চোখের মধ্যে ব্যথা।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )