Omicron Update Haryana : ভ্যাকসিন নেওয়া হয়নি ? আগামী বছর থেকে বিয়েবাড়ি যাওয়াও বন্ধ এই রাজ্যে
Omicron Update Haryana : স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ , ওমিক্রন এবং কোভিড -19 এর তৃতীয় তরঙ্গ থেকে নিজেদের রক্ষা করতে এই কড়াতড়ি মানতেই হবে। নিতেই হবে করোনা ভ্যাকসিন।

নয়াদিল্লি : ভ্যাকসিন নেওয়া হয়নি ? তাহলে ১ জানুয়ারি থেকে জনসমক্ষে যাওয়া বারণ হয়ে যেতে পারে। ভ্যাকসিন না নিলে যাওয়া যাবে না বিয়েবাড়ি, কোনও জমায়েত কিংবা কোনও পাবলিক প্লেসেই ! এমনটাই বললেন হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
অনিল ভিজ (health minister Anil Vij) বুধবার জানান, বিয়ের জমায়েত, হোটেল, ব্যাংক, সরকারি অফিস, এমনকী বাসেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। অর্থাৎ ভ্যাকসিন না নিলে হরিয়ানায় গণপরিবহনও ব্যবহার করা যাবে না। স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ , ওমিক্রন এবং কোভিড -19 এর তৃতীয় তরঙ্গ থেকে নিজেদের রক্ষা করতে এই কড়াতড়ি মানতেই হবে। নিতেই হবে করোনা ভ্যাকসিন।
From 1 Jan'22, the people who have not taken both doses will not be allowed to enter marriage halls, hotels, restaurants, offices, banks, or any other public places. This is to protect ourselves from Omicron and the third wave of Covid: Haryana Health Minister Anil Vij pic.twitter.com/6xHyO7OqRx
— ANI (@ANI) December 22, 2021
এর আগে, অনিল ভিজ বলেছিলেন, হরিয়ানায় কোভিড -19-এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের যে কোনও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এখনও পর্যন্ত সে-রাজ্যে ওমিক্রনের সংক্রমণের নতুন কোনও রিপোর্ট সামনে না এলেও, রাজ্য সরকার যে কোনও জরুরি অবস্থা মোকাবিলা করতে প্রস্তুত। তিনি আরও বলেন, ১৯ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ৩,১১,৮৬,৯২ টি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। তিনি ANI কে বলেন,
"রাজ্য সরকার ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং কোভিড -19 এর সংখ্যা বৃদ্ধি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে," এদিকে, রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট ডেল্টার থেকেই তিনগুণ বেশি সংক্রামক। এর জন্য ওমিক্রন মোকাবিলায় কড়া পদক্ষেপ প্রয়োজন। এই বলে পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ, পরিস্থিতি মোকাবিলায় জেলা ও স্থানীয়স্তরে কনটেনমেন্ট জোন করা যেতে পারে। প্রশাসন সূত্রে খবর, সব রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি পাঠিয়ে এই সতর্কবার্তার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
