Blood Test Detecting Cancer: এক রক্ত পরীক্ষাতেই ধরা পড়বে ৫০ রকমের ক্যানসার, ছড়িয়ে পড়ার আগেই শুরু করা যাবে চিকিৎসা
বিজ্ঞানী এবং গবেষকরা আশা করছেন, এর ফলে ক্যানসারে আক্রান্ত রোগীদের মৃত্যুর হার অনেকটা কমিয়ে আনবে।
লন্ডন : ক্যানসার (Cancer) শনাক্তকরণ এবং নির্মূলের দারুণ উদ্ভাবন চিকিৎসা বিজ্ঞানীদের। এবার এক রক্ত পরীক্ষাতেই শনাক্ত করা যাবে পঞ্চাশ রকমের ক্য়ানসার। শুধু তাই নয়, উপসর্গ দেখা দেওয়ার আগে থেকেই তা শনাক্ত করা সম্ভব হবে। এর ফলে একেবারে প্রথম থেকেই ক্যানসারের মতো মারণ রোগের চিকিৎসা শুরু করাও সম্ভব হবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যানসার গবেষকরা এবং লন্ডনের কিংস কলেজ যৌথভাবে ক্যানসার প্রতিরোধ করার জন্য একটি স্বাস্থ্য পরিষেবার আয়োজন করে। যেখানে বৈপ্লবিকভাবে একটি মাত্র রক্ত পরীক্ষাতেই ৫০ প্রকারের ক্যানসার শনাক্ত করার প্রক্রিয়া হয়। সেই রক্ত পরীক্ষাতে ক্যানসারের কোনও উপসর্গ দেখা দেওয়ার আগেই তা ধরা পড়ে। গবেষকরা জানাচ্ছেন, এই পদ্ধতিতে ক্যানসারে আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রক্রিয়াও দ্রুত শুরু করা সম্ভব হবে। বিজ্ঞানী এবং গবেষকরা আশা করছেন, এর ফলে ক্যানসারে আক্রান্ত রোগীদের মৃত্যুর হার অনেকটা কমিয়ে আনবে।
আরও পড়ুন - Health Tips: ক্যানসার রোগীদের স্বাস্থ্যের জন্য কীভাবে উপকার করে বাটারমিল্ক?
কীভাবে এই রক্ত পরীক্ষা রোগীদের সাহায্য করবে?
গবেষকরা জানাচ্ছেন যে, ক্যানসারের ক্ষেত্রে প্রথম কিংবা দ্বিতীয় স্টেজের চিকিৎসা যেমন হয়, পরের দিকে ক্যানসার আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। যে সমস্ত রোগীর প্রথম স্টেজে ক্যানসার ধরা পড়ে, তাঁদের মধ্যে সেরে ওঠার সম্ভাবনাও বেশি থাকে। অথচ, উপসর্গ দেরিতে দেখা দেওয়ার ফলে কিংবা চিকিৎসায় গাফিলতির কারণে ক্যানসার মারণ রোগ হয়ে ওঠে। তাই, শুরুতেই যদি ক্যানসার শনাক্ত করা যায়, তাহলে চিকিৎসাও দ্রুত শুরু করা সম্ভব হয়। এক্ষেত্রে এই রক্ত পরীক্ষা অনেকটাই সাহায্য করবে বলে তাঁদের মত। তাঁরা আশা করছেন, আগামি দু বছরে মধ্যে এই রক্ত পরীক্ষা বিশ্বের অন্যান্য জায়গাতেও শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যদি তাঁরা সেগুলিতে সফল হন, তাহলে ২০২৪ থেকে ২০২৫-এর মধ্যে এক মিলিয়ন মানুষকে এই রক্ত পরীক্ষার আওতায় নিয়ে আসা হবে বলে।
আরও পড়ুন Tomato Ketchup Side Effects: অত্যধিক টমেটো সস খাচ্ছেন? জানেন কী হতে পারে?
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতির দাবি গবেষকদের। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )