World Kidney Day 2022: মধুমেহর কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে কিডনি, জানুন প্রাথমিক লক্ষণগুলি
রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে তার প্রভাব পড়ে আমাদের কিডনিতে। যা কিডনির কাজ ব্যাহত করে। কোন কোন লক্ষণ দেখে বোঝা যেতে পারে কিডনির সমস্যা দেখা দিচ্ছে, সেগুলো জেনে রাখা খুবই জরুরি।
কলকাতা: আগামীকাল বিশ্ব কিডনি দিবস (World Kidney Day 2022)। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যাঁরা মধুমেহ রোগে আক্রান্ত, তাঁদের ক্ষেত্রে কিডনির সমস্যা আরও বেশি দেখা দিতে পারে। মধুমেহ রোগের ফলে ব্যাপক ক্ষতি হতে পারে কিডনির। তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসার পরামর্শ তাঁদের। তাঁরা জানাচ্ছেন, যাঁদের মধুমেহ রোগ রয়েছে, তাঁদের নিজেদের শরীরের প্রতি আরও বেশি সচেতন থাকা প্রয়োজন। কারণ, ডায়াবিটিস (Diabetes) ব্যাপক ক্ষতি করতে পারে কিডনির। রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে তার প্রভাব পড়ে আমাদের কিডনিতে। যা কিডনির কাজ ব্যাহত করে। কোন কোন লক্ষণ দেখে বোঝা যেতে পারে কিডনির সমস্যা দেখা দিচ্ছে, সেগুলো জেনে রাখা খুবই জরুরি। তবেই সঠিক সময়ে চিকিৎসা শুরু করা সম্ভব।
আরও পড়ুন - Health Tips: প্রতিদিন মহিলাদের এই খাবারগুলি অবশ্যই খাওয়া দরকার
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইউরিন অ্যালবিউমিন ক্রিয়েটিনাইন রেসিও নামে একটি সহজ পরীক্ষা রয়েছে। যা থেকে জানা যায়, প্রস্রাবে কত পরিমাণ অ্যালবিউমিন বা প্রোটিন রয়েছে। এই টেস্ট করানো হলে সহজেই বোঝা যেতে পারে মধুমেহ রোগ কিডনিতে কতটা প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন যে, এই পরীক্ষা ছাড়াও মধুমেহ রোগের মাধ্যমে কিডনির সমস্যা দেখা দিলে আরও বেশ কিছু লক্ষণ দেখা দেয়। যেমন হাত ও পায়ের পাতা ঘেমে যাওয়া, বার বার প্রস্রাব পাওয়া, একইরকমভাবে প্রচণ্ড জল পিপাসা পাওয়া, মাথা ঘোরা, গা বমি বমি ভাব, কনুই, হাঁটুতে ব্যথা এই সমস্ত লক্ষণ দেখা দিতে পারে। কিডনির সমস্যা যদি বেশি দেখা দেয়, তাহলে প্রস্রাবের সঙ্গে রক্তপাতও হতে পারে বলে জানাচ্ছেন তাঁরা। তার সঙ্গে থাকতে পারে শ্বাস প্রশ্বাসের সমস্যাও। বিশেষজ্ঞদের মতে, সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে কিডনির সমস্যা কমানো সম্ভব।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )