AC Bill Saving Tips 2024: গরম থেকে বাঁচতে এসি চালাচ্ছেন ? কীভাবে চালালে অল্প খরচে ঠাণ্ডা থাকবে ঘর
AC Buying Installing Operating Guide 2024: গরমকালে এসি চালানোর পাশাপাশি কেনা ও ইনস্টল করার সময় কিছু টিপস মনে রাখুন। এতে বিদ্য়ুতের বিল অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব।
AC Buying Installing Operating Guide 2024: গরমকাল মানেই এসির ঠাণ্ডা হাওয়া। বাইরে বেরোলেই এখন হাঁসফাঁস দশা। বাড়ি ফিরে তাই অনেকেই প্রথমে এসির রিমোট হাতে নিয়ে নেন। চালিয়ে দেন এসিটা। কিন্তু এতে করে বাড়ছে বিদ্যুতের বিল। কারণ এসি চালানোর সময় আমরা কিছু কাজ করতে ভুল যাই। যার ফলে মাসের শেষে গাদাখানেক টাকা খসে।
এসি কেনা ও ইনস্টল করার সময় যে টিপস মনে রাখবেন
কত টনের এসি - এসি কেনার সময় প্রথমে ঘরের আয়তন দেখে নিন। ঘরের আয়তন অনুযায়ী, এসির টন ঠিক করতে হয়। খুব বড় ঘরে ছোট আয়তনের এসি লাগালে ঘর ঠাণ্ডা হতে সময় লাগে। মেশিনের উপর বেশি চাপ পড়ে। কম্প্রেসর অর্থাৎ ঘরের বাইরে লাগানো ইউনিটটিকে বেশি পরিশ্রম করতে হয়। ফলে বিদ্যুতের বিল বাড়ে।
বাইরের ইউনিট সঠিক স্থানে লাগান - বাইরের দিকে যে ইউনিট লাগাচ্ছেন, সেটি এমন স্থানে লাগান, যেখানে রোদ পড়ে না। রোদ পড়লে মেশিন গরম হয়ে থাকে। ফলে ঠাণ্ডা হতে বেশি সময় লাগে। তাতে বেশি বিদ্যুৎ খরচ হয়।
বারবার অন অফ - বারবার এসি অন বা অফ করা মোটেই ঠিক নয়। প্রতিবার যখন এসি অন করা হচ্ছে, তখনই অনেকটা বিদ্যুৎ একবারে টেনে নেয়। ফলে বিদ্যুতের খরচ বেড়ে যায়।
এসির তাপমাত্রা অনেকটা কমিয়ে ফেলা - এসি অন করে প্রথমেই তাপমাত্রা অনেকটা কমিয়ে ফেলা উচিত নয়। তাহলে দ্রুত ঠাণ্ডা করার জন্য কম্প্রেসরকে অনেক খাটতে হয়। যার ফলে এসির বিল বাড়তে থাকে।
নিয়মিত এসি সার্ভিসিং - নিয়মিত এসি সার্ভিসিং করানো জরুরি। কারণ প্রতিবার এসি চললে ঘরের ধুলোবালি এসির ফিল্টারে গিয়ে জমা হয়। এই ধুলোবালি যত বেশি জমে, তত ঠাণ্ডা হাওয়া ঘরে কম ঢোকে। তখন আবার সেই কম্প্রেসরের উপর চাপ। আবার বাড়তে থাকে বিদ্যুতের বিল। প্রতি ২-৩ মাস অন্তর সার্ভিস করানো ভাল।
রাতে এসির তাপমাত্রা - রাতে এমনিই পরিবেশের তাপমাত্রা কমে যায়। তাই এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি বা তার বেশি রাখুন। এতে বিল সাশ্রয় হয় অনেকটাই।
ইকো মোড - এসির রিমোটে ইকো মোড অপশনটি অনেক ক্ষেত্রেই থাকে। এটি অন থাকলে এসি থেকে পরিবেশ দূষণ কম হয়। পাশাপাশি একেকটা ঘরে একেকটা এসি না চালিয়ে সবাই যদি এক ঘরে থাকেন, তাহলে একসঙ্গে ভাল সময় কাটানো যায় আবার এসির বিলও কম আসে।
তথ্যসূত্র - ব্য়ুরো অব এনার্জি এফিসিয়েন্সি, মিনিস্ট্রি অব পাওয়ার
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Hair Fall Remedies: গরমে মাথার তালু ঘামছে বেশি ? চুলের ক্ষতি এড়াতে কী করবেন ?