Weather Update: ধাপে ধাপে নামছে কলকাতার তাপমাত্রা, কবে থেকে জাঁকিয়ে পড়বে শীত?
ABP Ananda Live: গত কয়েকদিন ধরেই পারাপতন অব্যাহত কলকাতায়। ধাপে ধাপে নামছে কলকাতার তাপমাত্রা। নভেম্বরের লাস্ট ল্যাপে কী জাঁকিয়ে পড়বে শীত? বড় বার্তা দিল আবহাওয়া দফতর। সকালের দিকে হালকা কুয়াশা ঘিরে রাখবে মহানগরকে। পাঁচটি জেলাতেই থাকবে মাঝারি কুয়াশা। তারপর বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কয়েকদিন পরপর তাপমাত্রা নামলেও এখনই কলকাতায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না, এমনটাই মনে করছে আবহাওয়া দফতর। তবে পশ্চিমের জেলাগুলিতে পারদপতন হয়েছে অনেকটাই। কাঁটার মতো বিঁধছে ভোরের ঠান্ডা। বুধের সকালে পুরুলিয়াতে ১২ ডিগ্রি সেলসিয়াসে নামল পারদ। শ্রীনিকেতনে ১৪ ডিগ্রি। যদিও কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশেই। আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে, পশ্চিমের জেলায় পারা পতন একটু বেশি হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের প্রায় সব জেলাতেই ১৫ ডিগ্রির নিচে নেমে গেছে পারদ।। শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতে। সবমিলিয়ে রাজ্যজুড়েই শীতের আমেজ রয়েছে। বুধবার ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই রয়েছে পারদ। আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা কম। আগামী ৪ - ৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা।