Hidden Camera Alert: হোটেলরুমে থাকতে পারে লুকোনো ক্যামেরা, খুঁজে বার করুন এইভাবে
Hidden camera in hotel or shopping mall: অনেক হোটেলরুমেই লুকোনো ক্য়ামেরা থাকে যা গোপনীয়তা লঙ্ঘনের মতো অপরাধমূলক কাজে ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে নিজেকে সুরক্ষিত রাখার উপায় জেনে নিন।
Hidden Camera Alert: হোটেল রুম হোক বা শপিং মলের চেঞ্জিং রুম, অনেক ক্ষেত্রেই গোপনীয়তা লঙ্ঘিত হয়। মহিলাদের প্রায়ই এই সমস্যার শিকার হতে হয়। এই অবস্থায় কয়েকটি টিপস মনে রাখা ভাল। এতে কোনওভাবে ঘরের মধ্যে হিডেন বা লুকোনো ক্যামেরা থাকলে তা সহজেই জানা সম্ভব। ফলে কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না ভবিষ্যতে।
হোটেল রুমে ক্যামেরা রয়েছে কি না জানার উপায়
১. স্মার্টফোন ক্যামেরা ব্যবহার করুন - হিডেন ক্যাম থেকে ইনফ্রারেড রশ্মি বিচ্ছুরিত হয়। ইনফ্রারেড আলো চোখে দেখা যায় না। কিন্তু এই রশ্মি স্মার্টফোনের সাহায্যে সহজে খুঁজে বার করা যায়। তাই প্রথমে ঘর পুরো অন্ধকার করে দিন। এবার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ভাল করে ঘরের চারপাশে দেখুন। তাহলেই ক্যামেরার আলো ধরা পড়বে।
২. আয়না আছে কিনা - ঘরের মধ্যে কোনও আয়না থাকলে সেটিকে সবচেয়ে প্রথমে দেখে নিতে হবে। আয়নার গায়ে আঙুল দিন। আঙুল ও আঙুলের প্রতিবিম্বের মধ্যে কোনও ফাঁক থাকলে সেটি টু-ওয়ে মিরর। অর্থাৎ ওর মধ্যে ক্যামেরা থাকার আশঙ্কা বেশি। আঙুল ও আঙুলের প্রতিবিম্বের মধ্যে কোনও ফাঁক না থাকলে সেই সম্ভাবনা কম।
৩. টর্চ ব্যবহার করুন - প্রথমে ঘর পুরো অন্ধকার করে দিন। এর পর টর্চ জ্বালিয়ে ঘরের কোনার দিকগুলি ভাল করে দেখুন। এতে কোনও স্থান থেকে নীল বা বেগুনি আলো বেরোচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন।
৪. ঘরের মধ্যে সন্দেহজনক আলো - ঘরের কোনও স্থান থেকে সন্দেহজনক আলো বেরোচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। ওই আলো লুকিয়ে রাখা ক্য়ামেরার থেকে বের হতে পারে।
৫. ঘরে সন্দেহজনক বস্তু - ঘরে কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কিনা প্রথমে দেখে নিন। প্রয়োজন নেই এমন কোনও জিনিস ঘরে থাকলে জিনিসটি ওলটপালট করে দেখে নিন। সেখানে কোনও ক্যাম লাগানো রয়েছে কিনা তা জানতে পেরে যাবেন।
৬. হিডেন ক্যামেরা ডিটেকটর অ্যাপ - আজকাল প্রযুক্তির যুগ। মোবাইলে এখন সহজেই হিডেন ক্যামেরা খুঁজে বার করার অ্যাপ পাওয়া যায়। এই ধরনের অ্যাপের সাহায্যে দ্রুত খুঁজে বার করা সম্ভব।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - SSC MTS Notice Date: মিটল ভোটপর্ব, খুব শিগগিরই SSC MTS-র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ?
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )