HPV Vaccine: HPV টিকা শুধু মহিলাদের ? পুরুষরাও নিতে পারে ? নিলে কী কী উপকার
HPV Vaccine For Men And Boys: এইচপিভি টিকা মহিলাদের দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু এই টিকা পুরুষদের জন্যও বেশ কিছু ক্ষেত্রে উপকারী।
HPV Vaccine For Men And Boys: মহিলাদের মধ্যে জরায়মুখ অর্থাৎ সার্ভিক্যাল ক্যানসারের হার যথেষ্ট। অথচ এই ক্যানসার টিকা নিলেই রোধ করা যায়। কারণ এই ক্যানসারটি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে হয়। এইচপিভি টিকা নিলে এই ভাইরাসকে প্রতিহত করা যায়। যার ফলে সার্ভিক্যাল ক্যানসারের ঝুঁকি অনেকটা কমে যায়। সম্প্রতি ২০২৪-২৫ সালের অন্তর্বর্তী বাজেটে সরকার সার্ভিক্যাল ক্যানসারের টিকা দেওয়ার কথা ঘোষণা করে। স্কুলপড়ুয়া কিশোরীদের এই টিকা দেওয়ার কথা বলা হয়। কিন্তু শুধুই কি মেয়েদের জন্য এই টিকা ? পুুরুষরাও কি টিকাটি নিতে পারে ? নিলে কী উপকার পাবে ? সম্প্রতি এক গবেষণায় জানা গিয়েছে সেই তথ্য।
পুরুষরা এইচপিভি টিকা নিলে কী উপকার ?
হিউম্যান প্যাপিলোমা ভাইরাস পুরুষদেরও আক্রমণ করে। কিন্তু তাদের মহিলাদের মতো সার্ভিক্যাল ক্যানসার হয় না। ক্যানসার বিশেষজ্ঞ চিকিৎসক দেবপ্রিয় মণ্ডল এবিপি লাইভকে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ওরাল সেক্সে কারণে বর্তমানে ছেলেদের মধ্যে এইচপিভি ক্যানসার বাড়ছে। কিন্তু এই ক্যানসার হচ্ছে গলা ও মাথায় অর্থাৎ গলার আশেপাশের অন্যান্য অঙ্গে। যাকে হেড অ্যান্ড নেক ক্যানসার বলা হয়। এই ক্যানসার থেকেই সুরক্ষা দেবে এইচপিভি টিকা। সঠিক সময়ে টিকাটি নিলে এইচপিভি ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।
কীভাবে জানা গেল ?
সম্প্রতি ৩৪ লাখ ব্যক্তিদের নিয়ে একটি বিশাল আকারের সমীক্ষা করা হয়। সমীক্ষা করা হয়েছিল এই নির্দিষ্ট ভাইরাসটির উপর। তাতে দেখা গিয়েছে, এইচপিভি টিকা নিলে বেশ কয়েকটি অঙ্গের ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। এই তালিকায় রয়েছে গলা, মাথা, মলদ্বার ও তার পার্শ্ববর্তী এলাকা, লিঙ্গ, যোনি, যোনিমুখ ও জরায়ুমুখ বা সার্ভিক্স।
আগেকার গবেষণা
এর আগেও এইচপিভি ক্যানসার নিয়ে একটি গবেষণা হয়। ২০২০ সালের ওই গবেষণায় টিকা নিলে প্রতি ১ লাখ মহিলাদের মধ্য ৪৭ জন সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। কিন্তু টিকা না নিলে প্রতি ১ লাখ মহিলাদের মধ্যে ৯৪ জনকে আক্রান্ত হতে দেখা যায়। তবে ওই সমীক্ষায় শুধু সার্ভিক্যাল ক্যানসারকেই গণ্য করা হয়েছিল। এবারের গবেষণায় সার্ভিক্সের পাশাপাশি অন্যান্য অঙ্গগুলিকেও গণ্য করা হল। অন্যান্য অঙ্গের উপর কীভাবে প্রভাব ফেলছে এইচপিভি টিকা, তার খোঁজ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, পুরুষদেরও এই টিকা নেওয়া জরুরি।
আরও পড়ুন - Health News: পৃথিবীসুদ্ধ সবার আয়ু কমল ২ বছর, কেন ? জানাল WHO
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )