এক্সপ্লোর
Advertisement
India Coronavirus : কমল করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যু, কিন্তু এই উপসর্গ দেখলে অবহেলা করবেন না
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৬৪ জন।গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৬৭৩।গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৪ জনের।
নয়াদিল্লি : দেশে করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৬৪ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৬৭৩।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৪ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৫।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৩৯৬ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪০ লক্ষ ৩৬ হাজার ২৭৫।
করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের হার কমলেও বেশ কিছু মানুষ মৃদু উপসর্গ নিয়ে আক্রান্ত হচ্ছে। - বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ লক্ষণ:
- জ্বর
- কাশি
- ক্লান্তি
- স্বাদ বা গন্ধ হারানো
দেখা যাচ্ছে এই লক্ষণগুলিও
- গলা ব্যথা
- মাথাব্যথা
- ব্যথা এবং যন্ত্রণা
- ডায়রিয়া
- ত্বকে ফুসকুড়ি, বা আঙ্গুল বা পায়ের আঙ্গুলের বিবর্ণতা
- লাল বা বিরক্ত চোখ
মাঙ্কি পক্স - অন্যদিকে, মাঙ্কিপক্সের মতো উপসর্গ (Monkeypox-like Symptoms) থাকা এক যুবকের মৃত্যুতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ। নির্দেশ দিলেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী (Kerala Health Minister) বীণা জর্জ। কেরলের থিসুর জেলার চাভাক্কড়ের বাসিন্দা মৃত ওই যুবক।
উল্লেখ্য, ভারতে এখনও পর্যন্ত মাঙ্কিপক্সের পাঁচটি কেস পাওয়া গেছে। এর মধ্যে তিনটি কেরলের। একটি দিল্লির এবং অপর একটি অন্ধ্রপ্রদেশের গুন্টুরের। এই পরিস্থিতিতে বিশ্বের বেশ কয়েকটি দেশে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সতর্কতা রয়েছে কেন্দ্রীয় সরকার।
মাঙ্কিপক্স 'জুনটিক ডিজিজ' নামে পরিচিত। সহজ কথায় এর অর্থ, বিভিন্ন প্রজাতির জীবজন্তু থেকে মানবদেহ বা মানুষের দেহে জীবজন্তুর দেহে এই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। সাধারণত সংক্রমিত ব্য়ক্তির সংস্পর্শে এলে বা তাঁর দেহরসের সংস্পর্শ, জামাকাপড় বা বেডশিটের ছোঁয়াচ লাগলে আর এক জনও আক্রান্ত হতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্তের জ্বর, শরীরে ব্যথা, শীত ভাব এবং RASH দেখা দেয়। সঙ্গে থাকতে পারে ক্লান্তিও। গত সপ্তাহে বিশ্বের ৭৫ টি দেশে ১৬ হাজারেরও বেশি মাঙ্কিপক্স আক্রান্তের হদিস মেলে বলে খবর।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement