Breast Cancer Vaccine :স্তন ক্যান্সার রুখে দেবে ভ্যাকসিনে? বিরাট সাফল্যের পথে ভারতীয় বিজ্ঞানীদের গবেষণা
স্তন ক্যান্সারও হয়ত অদূর ভবিষ্যতে আটকে দেওয়া থেতে পারে। একটি নতুন ভ্যাকসিন তৈরির পথেই। আশা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে ২০৩০ সাল সারা বিশ্বের মহিলাদের জন্য একটি বিশাল সুখবর আসতে চলেছে।

স্তন ক্যান্সার । আতঙ্কের আরেক নাম। বিভিন্ন পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে প্রতি ২০ জন মহিলার মধ্যে অন্তত ১ জন স্তন ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকদের আশঙ্কা, ২০৫০ সালের মধ্যে এই আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যাবে ৩৫ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে, স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পেরোবে ১১ লক্ষ। তবে এরই মধ্যে এসেছে একটি সুখবর। ভারতীয় বিজ্ঞানীরা একটি বিদেশী বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে জোট বেঁধে স্তন ক্যান্সারের চিকিৎসায় এক যুগান্তকারী আবিষ্কার করতে চলেছেন। স্তন ক্যান্সারও হয়ত অদূর ভবিষ্যতে আটকে দেওয়া থেতে পারে। একটি নতুন ভ্যাকসিন তৈরির পথেই। আশা করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে ২০৩০ সাল সারা বিশ্বের মহিলাদের জন্য একটি বিশাল সুখবর আসতে চলেছে।
বর্তমানে ক্যান্সারের চিকিৎসায় মূলত ব্যবহার হয় ওষুধ, কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি, অস্ত্রোপচারের মাধ্যমে। আগের থেকে এই সব চিকিৎসা পদ্ধতিরই সাফল্যের হার বেশি। তবে কর্কটরোগ এখন একটা আতঙ্ক, ভয়, প্রাণ শংসয়। তাই চিকিৎসকদের একাংশ মনে করছেন, রোগটাকে শুরুতেই আটকে দিতে হবে। এই নতুন টিকা সফল হলে স্তন ক্যান্সার আটকে দেওয়া যেতে পারে একেবারে হওয়ার আগেই। বিজ্ঞানীদের মতে, এই ভ্যাকসিন নিলে শরীর ক্যান্সার কোষগুলিকে চিহ্নিত করতে পারবে। সেগুলিকে বেছে বেছে ধ্বংস করতে পারবে। ফলে আটকে যাবে ক্যান্সার কোষের বৃদ্ধি। যদি এই ভ্যাকসিন সাফল্য পায়, তবে, তা স্কন ক্যান্সারের চিকিৎসায় একটি বড় পরিবর্তন আনতে পারবে। বহু মানুষ আশার আলো দেখতে পাবেন। রোগীদের কম কষ্ট সহ্য করতে হবে এবং তারা আরও ভালোভাবে সুস্থ হতে পারবে। এই টিকা তৈরিতে ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ড. অমিত কুমারের মতো গবেষকরা বিশেষ ভূমিকা পালন করছেন। এই কাজ সফল হলে কর্কটরোগের আতঙ্ক অনেকটাই কমে যেতে পারে।
কোথায় দাঁড়িয়ে গবেষণা
একটি নতুন যুগান্তকারী স্তন ক্যান্সার ভ্যাকসিনের প্রথম ক্লিনিকাল ট্রায়াল সম্প্রতি শুরু হয়েছে। এই ভ্যাকসিনটি তৈরির কাজ করছে Anixa Biosciences। এটি সাফল্য পেলে স্তন ক্যান্সার প্রতিরোধ এবং চিকিৎসা অনেক সহজ হবে। এই ভ্যাকসিন ক্যান্সারের সবচেয়ে মারাত্মক রূপ ট্রিপল-নেগেটিভ স্তন ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করতে সক্ষম হতে পারে। প্রথম পর্যায়ের ট্রায়ালে ৩৫ জন মহিলাকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই ভ্যাকসিনটি ইমিউনোথেরাপির মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবহার করে ক্যান্সার কোষের সাথে লড়াই করবে। Anixa Biosciencesএবং ক্লিভল্যান্ড ক্লিনিক এই ভ্যাকসিন নিয়ে কাজ করছে। ক্যান্সার প্রতিরোধের ক্ষেত্রে ভবিষ্যতে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এই ভ্যাকসিন।
এই স্তন ক্যান্সারের ভ্যাকসিন এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে কয়েক বছর লাগতে পারে। তবে, এই ক্ষেত্রে যেভাবে দ্রুত কাজ হচ্ছে , তাতে ওয়াকিবহাল মহলের প্রত্যাশা, এই লক্ষ্য অর্জন করা যেতে পারে খুব তাড়াতাড়িই।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















