International Women's Day 2022: ভার্চুয়ালি এবং অর্থপূর্ণ কায়দায় যেভাবে নারী দিবস উদযাপন করবেন
আন্তর্জাতিক নারী দিবস দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কায়দায় উদযাপন কার হবে। কিন্তু ভুলে গেলে চলবে না যে করোনা পরিস্থিতি চলছে। এই সময়টা তাই বিশেষজ্ঞরা ভার্চুয়ালি উদযাপন করার পরামর্শ দিচ্ছেন।
কলকাতা: আগামীকাল ৮ মার্চ। আর ৮ মার্চ মানেই আন্তর্জাতিক নারী দিবস (International Women's Day 2022)। সারা বিশ্বে এই বিশেষ দিনটা বিশেষভাবে উদযাপন করা হয়। বর্তমান বিশ্বে নারীরা নিজেকে অনেক উচ্চতায় পৌঁছে নিয়ে গিয়েছেন। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার চালানো থেকে দেশ কিংবা রাজ্য চালানো, সমস্তটাই করতে সক্ষম নারীরা। আন্তর্জাতিক নারী দিবস দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কায়দায় উদযাপন কার হবে। কিন্তু ভুলে গেলে চলবে না যে করোনা পরিস্থিতি চলছে। এই সময়টা তাই বিশেষজ্ঞরা ভার্চুয়ালি উদযাপন করার পরামর্শ দিচ্ছেন। কিন্তু কীভাবে নারী দিবস ভার্চুয়ালি পালন করলে তা অর্থপূর্ণ হবে? সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হোক নারীদের কৃতিত্ব, তাঁরা কী কী অর্জন করেছে জীবনে, সে সমস্ত আলোচনা করে। যাতে নতুন প্রজন্মের মেয়েরা তাঁদের দেখে অনুপ্রাণিত হতে পারে, এমন কিছু করা প্রয়োজন। তাঁরা আরও জানাচ্ছেন, মহিলাদের অধিকার সম্পর্কে বহু মানুষই অনেক কিছু জানেন না। কোন কোন ক্ষেত্রে কী কী পাওয়ার অধিকার রয়েছে মহিলাদের, তা জেনে রাখা খুবই জরুরি। তাই আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করুন উওমেন রাইটস বা মহিলাদের অধিকার সম্পর্কে আরও বিশদে একটু পড়াশোনা করতে পারেন।
২. অনেক নন প্রফিট অর্গানাইজেশন মেয়েদের পড়াশোনা, শিক্ষা, স্বাস্থ্য এবং অধিকার নিয়ে কাজ করেয আপনি চাইলে নিজেও এই সমস্ত কাজের সঙ্গে জড়িয়ে থাকতে পারেন। আগামীদিনে যাতে কোনও নারীকে তাঁর অধিকার পাওয়ার ক্ষেত্রে কারও উপর নির্ভর করতে না হয়, সে জন্য অনেক সংস্থা রয়েছে। তাদের সঙ্গে যুক্ত হয়ে আপনিও মেয়েদের জন্য কাজ করতে পারেন। সে সম্পর্কে এই বিশেষ দিনটায় জানুন এবং পরবর্তী পদক্ষেপ নিন।
৩. আজকের দিনে মেয়েরা যেমন ঘর সামলাচ্ছেন, তেমনই বাইরেটাও সমান দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। কিন্তু এর ফলে নিজের জন্য সময় থাকছে না একেবারেই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন নারী দিবসের মতো বিশেষ দিনে আপনি আপনার মহিলা বন্ধুদের সঙ্গে জুম কলে কিংবা ভিডিও কলে চুটিয়ে আড্ডা দিন। মন চাঙ্গা হয়ে যাবে।