এক্সপ্লোর
Advertisement
Jio Best Saving Plans: Jio-র নতুন ট্যারিফে কোন প্ল্যানগুলি রিচার্জ করলে বেশি লাভ ? রইল বিস্তারিত খোঁজ
Jio Best Saving Plans At New Price: Jio-র নতুন ট্যারিফে কোন কোন প্ল্যান রিচার্জ করলে সবচেয়ে বেশি লাভ ও সাশ্রয় ? দেখে নিন বিশদে।
Jio Best Saving Plans: ৩ জুলাই অর্থাৎ বুধবার থেকে দাম বেড়েছে জিও-র বিভিন্ন প্ল্যানগুলির (jio new recharge plans) নতুন দামের প্ল্যানগুলির মধ্যে কোনগুলি এখন রিচার্জ করলে খরচ কিছুটা কম পড়বে ? প্রথমে প্রতি প্ল্যানের বিশদ তথ্য দেওয়া হল। এর পরেই রয়েছে প্রতি প্ল্যান ধরে ধরে তুলনা, সেখানেই পাবেন সাশ্রয়ী প্ল্যানগুলির খোঁজ।
২৮ দিন বা ১ মাসের প্ল্যান
- ১৫৫ টাকার প্ল্যান এখন ১৮৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, মাসে ২ জিবি ডেটা, এসএমএস।
- ২০৯ টাকার প্ল্যান এখন ২৪৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।
- ২৩৯ টাকার প্ল্যান এখন ২৯৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস (jio new plans)।
- ২৯৯ টাকার প্ল্যান এখন ৩৪৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস। ৫জি।
- ৩৪৯ টাকার প্ল্যান এখন ৩৯৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২.৫ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।৫জি।
- ৩৯৯ টাকার প্ল্যান এখন ৪৪৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ৩ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস। ৫জি।
৫৬ দিন বা ২ মাসের প্ল্যান
- ৪৭৯ টাকার প্ল্যান এখন ৫৭৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস (jio new tariff plans)।
- ৫৩৩ টাকার প্ল্যান এখন ৬২৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।৫জি।
৮৪ দিন বা ৩ মাসের প্ল্যান
- ৩৯৫ টাকার প্ল্যান এখন ৪৭৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, মাসে ৬ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।
- ৪৭৯ টাকার প্ল্যান এখন ৫৭৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস (jio new best saving plans)।
- ৬৬৬ টাকার প্ল্যান এখন ৭৯৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।
- ৭১৯ টাকার প্ল্যান এখন ৮৫৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।৫জি।
- ৯৯৯ টাকার প্ল্যান এখন ১১৯৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ৩ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।৫জি।
এক বছরের প্ল্যান
- ১৫৫৯ টাকার প্ল্যান এখন ১৮৯৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, বছরে অর্থাৎ ৩৩৬ দিন (২৮ দিনের হিসেবে এক বছর) ২৪ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।
- ২৯৯৯ টাকার প্ল্যান এখন ৩৫৯৯ টাকা। সুবিধা - আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ২.৫ জিবি ডেটা, রোজ ১০০ এসএমএস।৫জি।
কোন প্ল্যানগুলি সাশ্রয়ী (Jio Pocket Friendly Plans)?
১. ডেটা কম লাগলে -
- একদম কম ডেটা প্রয়োজন হলে ও একবারে বেশি টাকা খরচ করতে না চাইলে ১৮৯ টাকার প্ল্যান রিচার্জ করা ভাল।
- কিছুটা বেশি টাকা খরচ করতে পারলে তিন মাসের ৪৭৯ টাকার প্ল্যান রিচার্জ করা ভাল।
- আর একবারে ২০০০ টাকা মতো খরচ করতে পারলে ১৮৯৯ দিয়ে ৩৩৬ দিনের রিচার্জই করিয়ে নিতে পারেন।
২. ডেটা বেশি লাগলে -
- প্রয়োজন বুঝে ১ জিবি বা ১.৫ জিবি বা ২ জিবি ডেটা রিচার্জ করতে পারেন।
- তবে একবারে বেশি টাকা খরচ করতে না চাইলে ২৮ দিনের প্ল্যান রিচার্জ করতে পারেন।
- কিছুটা বেশি টাকা খরচ করতে পারলে তিন মাসের প্ল্যানগুলি রিচার্জ করা ভাল। ১ মাসে ১ জিবি প্ল্যানে ২৪৯ টাকা। ৩ মাসের একবারে করলে ৫৭৯ টাকা অর্থাৎ প্রতি মাসে ১৯৩ টাকায় হয়ে যাচ্ছে।
- একবারে ৩০০০ টাকা মতো খরচ করতে পারলে একবারে বছরের রিচার্জ করে নেওয়াই ভাল। এতে প্রতি মাসে ২৯৯ টাকা পড়ছে। অর্থাৎ ১.৫ জিবি ডেটার মাসিক দামে ২.৫ জিবি ডেটা প্ল্যান পাচ্ছেন।
- যদি এত নেট না লাগে, ১.৫ জিবি বা ২ জিবির নেট প্যাক ৩ মাসের হিসেবে রিচার্জ করা ভাল। কারণ ২ জিবি ডেটার ২৮ দিনের প্ল্যানে খরচ ৩৪৯ টাকা। সেখানে ৩ মাসের ৮৫৯ টাকা রিচার্জ করালে প্রতি মাসে ২৮৬ টাকা পড়বে।
৩. ৫জি ডেটা লাগলে -
- প্রতিদিন ২ জিবি বা তার বেশি ডেটা প্ল্যানের ক্ষেত্রে ৫জি নেট পাওয়া যাবে। যে যে প্ল্যানগুলির পাশে উপরে ৫জি লেখা, সেগুলি রিচার্জ করলেই ৫জি স্পিডে নেট মিলবে।
- তবে এর মধ্যে দামের তুলনা আগের মতোই হবে। সেই মতো খরচ বুঝে রিচার্জ করে নিতে হবে।
আরও পড়ুন - Spice Adulteration Checking Tips: ভারতের ১১১ মশলা নিষিদ্ধ করল FSSAI, আপনার মশলা নিরাপদ ? পরখ করুন এভাবে
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement