Liquid Nitrogen Paan: ধোঁয়া পান ফুটো করে দিল একরত্তি মেয়ের পাকস্থলি, কেন ক্ষতিকর লিকুইড নাইট্রোজেন পান ?
12 Year Girl Injured For Liquid Nitrogen Paan: আর পাঁচজনের মতোই ধোঁয়া পান খেয়ে মজার স্বাদ নেবে ভেবেছিল একরত্তি মেয়েটি। কিন্তু সেই স্বাদ বদলে গেল ভয়ঙ্কর অভিজ্ঞতায়।
Liquid Nitrogen Paan: খেলেই মুখ দিয়ে ধোঁয়া বেরোবে। যেন ড্রাগনের মুখের আগুনের মতোই ব্যাপার! কিন্তু এই ধোঁয়া যে কোথা থেকে আসছে, তা নিয়ে অনেকেই ভাবেন না। দরকার পড়ে না বলেই। কিন্তু সম্প্রতি এমনই আনন্দ করতে গিয়ে চরম মাসুল গুনতে ১২ বছরের একরত্তি মেয়েকে।আর পাঁচজনের মতো সেও খেয়েছিল ওই পান। কিন্তু খাওয়ার পর অন্যদের মতো সুখের অভিজ্ঞতা খুব কম সময়ের জন্য হয়। মুখ থেকে সাময়িক ধোঁয়া বেরিয়েছিল ঠিকই, কিন্তু তীব্র পেট ব্যথায় ভুগতে থাকেন তার পরেই। শুধু একরত্তি মেয়েটি নয়, তার পরিবারের অন্যান্য সদস্যরাও পেটে ব্যথায় ভুগছিল। তবে মেয়েটির পেট ব্যথা চরমে ওঠে। তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়।
পাকস্থলিতে ফুটো
নারায়ণা মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেঙ্গালুরুর ১২ বছরের একরত্তি মেয়ে লক্ষ্মীকে (নাম পরিবর্তিত)। সেখানেই চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেন। পরীক্ষার পর দেখা যায়, পেটের মধ্যে পাকস্থলীতে একটি ফুটো হয়ে গিয়েছে। ছোট্ট লক্ষ্মী সংবাদমাধ্যমকে জানিয়েছে, আর পাঁচজনের মতো সেও ধোয়া পান দেখে বেশ মজা পায়। তাই খেতে গিয়েছিল। অন্য কারওর কিন্তু এমন কোনও সমস্যা হয়নি। এই কথাও দুঃখ করে বলতে শোনা যায় একরত্তি শিশুটিকে।
কেন ক্ষতিকর লিকুইড নাইট্রোজেন ?
- বদ্ধস্থানে প্রচুর পরিমাণে ধোঁয়া নির্গত করে।
- এই ধোঁয়া অভ্যন্তরীণ ত্বকের ক্ষতি করে।
- শ্বাস দিয়ে ঢুকলে শ্বাসকষ্টসহ ফুসফুসের ক্ষতি হতে পারে।
- ধোয়া পান পেটেরও বিভিন্ন অঙ্গের ক্ষতি করে।
কীভাবে অস্ত্রোপচার ?
এক্সপ্লোরেটরি ল্যাপারোটমি উইথ ইন্ট্রা অপ ওজিডি স্কোপি ও স্লিভ গ্যাসট্রেকটমি। এই দুইরকম অস্ত্রোপচার করা হয় লক্ষ্মীর পাকস্থলীতে। ওই ফুটো থেকে পরবর্তীকালে আরও জটিলতা তৈরি হতে পারত। সেই জটিলতা ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
কী বক্তব্য চিকিৎসকের ?
মূল দায়িত্বে থাকা অপারেটিং সার্জেন বিজয় এইচএস সংবাদমাধ্যমকে বলেন, ইন্ট্রা অপ ওজিডি স্কোপি এমন এক পদ্ধতি যাতে একটি ক্যামেরা ও আলো সম্বলিত এন্ডোস্কোপকে এসোফেগাস অর্থাৎ খাদ্যনালির ভিতর প্রবেশ করানো হয়। এটি খাদ্যনালি, পাকস্থলি ও ডিওডেনামকে পরীক্ষা করতে পারে। ডিওডেনাম ক্ষুদ্রান্ত্রের একটি অংশ। প্রসঙ্গত, লক্ষ্মীর পেটের ৪ বাই ৫ সেন্টিমিটারের একটি অংশ কেটে বাদও দিতে হয়েছে এর জেরে।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Black Jalebi: আড়াই প্যাঁচ বা অমৃতিপাক, জিলিপি কার না প্রিয়! কুচকুচে কালো জিলিপি খেয়েছেন কখনও?
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )