Skin Care Tips : বর্ষাকালে নিষ্প্রাণ ত্বক উজ্জ্বল করতে দারুণ কাজ করে নিম, অ্যালোভেরা
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, বর্ষাকালে ত্বককে অ্যালার্জি, অ্যাকনের মতো সমস্যার হাত থেকে বাঁচাতে এবং একইসঙ্গে উজ্জ্বল করে তুলতে দারুণ উপকার করে নিম এবং অ্যালোভেরা।
![Skin Care Tips : বর্ষাকালে নিষ্প্রাণ ত্বক উজ্জ্বল করতে দারুণ কাজ করে নিম, অ্যালোভেরা Skin Care Benefit of Neem aloe vera for beauty & healthy skin, know in details Skin Care Tips : বর্ষাকালে নিষ্প্রাণ ত্বক উজ্জ্বল করতে দারুণ কাজ করে নিম, অ্যালোভেরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/04/1ea008f81fb396f61c7344d19819f568_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : বর্ষাকালে চুল থেকে ত্বক সবই নিষ্প্রাণ হয়ে পড়ে। এই সময়ে আবহাওয়ায় আদ্রতার পরিমাণ বেশি থাকায়, তার প্রভাব আমাদের চুল এবং ত্বকেও পড়ে। যেভাবে শীতকাল বা গ্রীষ্মকালে আমরা আবহাওয়া অনুযায়ী পোশাক বদলাতে থাকে, সেভাবেই আবহাওয়া অনুযায়ী আমাদের ত্বকের যত্নও করা দরকার। তবেই প্রতিক্ষেত্রে ত্বক হয়ে উঠবে জেল্লাদার। বর্ষাকালে ত্বকে শুষ্কভাব দেখা দেয়। এছাড়াও ত্বকের বিভিন্ন সমস্যা যেমন অ্যাকনে বা অ্যালার্জির মতো সমস্যাও মাথাচাড়া দেয়। তাই এই সময়ে আমাদের আবহাওয়া অনুযায়ী ত্বকের পরিচর্যা করা দরকার।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে, বর্ষাকালে ত্বককে অ্যালার্জি, অ্যাকনের মতো সমস্যার হাত থেকে বাঁচাতে এবং একইসঙ্গে উজ্জ্বল করে তুলতে দারুণ উপকার করে নিম এবং অ্যালোভেরা। তাঁরা জানাচ্ছেন, নিম এবং অ্যালোভেরায় প্রচুর পরিমাণে উপকারী উপাদান রয়েছে, যা আমাদের ত্বককে দূষণ এবং জীবানুর হাত থেকে রক্ষা করে। এছাড়াও এতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যেকোনও প্রকারের ত্বকের জন্য উপকারী। তৈলাক্ত ত্বক থেকে শুষ্ক ত্বক কিংবা সংবেদনশীল ত্বক, সবক্ষেত্রেই উপকারী নিম এবং অ্যালোভেরা। প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই ত্বকের মৃত কোষগুলিকে দূর করে ত্বকের স্বাস্থ্য বজায় রাখে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নিম এবং অ্যালোভেরা ত্বক থেকে অতিরিক্ত তেল নির্গত হওয়া রোধ করে। সাধারণত, ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব বা ত্বক থেকে অত্যধিক তেল নির্গত হলে তা থেকেই অ্যাকনে বা বিভিন্ন সমস্যা দেখা দেয়। নিম এবং অ্যালোভেরা ব্যবহার করলে এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব।
বর্ষাকালে ত্বকে বিভিন্ন ইনফেকশনের সমস্যা দেখা দেয়। আবহাওয়ায় আদ্রতার পরিমাণ বেশি থাকায় ঘামও হয় বেশি। এই সব সমস্যা দূর করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন প্রতিদিন নিম এবং অ্যালোভেরা ব্যবহার করার। কিন্তু কীভাবে ব্যবহার করবেন নিম এবং অ্য়ালোভেরা? তাঁরা জানাচ্ছেন, সাবান থেকে তেল বা পাউডার, যেকোনও কিছুতেই যেন নিম এবং অ্যালোভেরা থাকে সেদিকে লক্ষ রাখতে হবে। বর্ষাকালে আদ্রতার প্রভাবে ত্বক নিষ্প্রাণ হয়ে থাকে। ত্বকে জলীয় পদার্থের পরিমাণ অনেক কমে যায়। ত্বকে জলীয় পদার্থের পরিমাণ বাড়াতে অ্যালোভেরা দারুণ কাজ করে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)