Rose Water For Skin: ত্বকের যত্নে গোলাপ জল কীভাবে ব্যবহার করা উচিত? কী কী উপকার পাবেন?
Skin Care Tips: সাধারণ ক্লেনজার হিসেবে ত্বকে ব্যবহার করতে পারেন গোলাপ জল। ত্বকে জমে থাকা ময়লা তো দূর হবেই, সেই সঙ্গে ময়শ্চারাইজড থাকবে আপনার ত্বক।
Rose Water For Skin: ত্বকের পরিচর্যায় (Skin Care) গোলাপ জলের (Rose Water) ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তবে অনেকেই সঠিক পদ্ধতি জানেন না। ত্বকের যত্নে গোলাপ জল (Rose Water Benefits) বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। কীভাবে এই উপকরণ ত্বকের পরিচর্যায় ব্যবহার করবেন এবং কী কী উপকার পাওয়া সম্ভব, চলুন জেনে নেওয়া যাক বিশদে।
ত্বকে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন গোলাপ জল। বিশেষ করে গরমের দিনে গোলাপ জল ত্বকে ব্যবহার করলে উপকার সবচেয়ে বেশি পাবেন। যাঁদের ত্বক খুব তেলতেলে ধরনের, তাঁরা ত্বকের তৈলাক্ত ভাব কমাতে ব্যবহার করতে পারেন গোলাপ জল। তুলোর মধ্যে অল্প গোলাপ জল দিয়ে সারা মুখ ভাল করে মুছে নিলে অনেকটা আরাম পাওয়া যায়। ত্বকের তেলতেলে ভাব কমানোর পাশাপাশি গোলাপ জল টোনার হিসেবে ত্বকে উন্মুক্ত পোরসের সংখ্যা কমায়। তার ফলে ওইসব পোরসে নোংরা জমে ব্রন হওয়ার সম্ভাবনা থাকবে না। গোলাপ জল ব্যবহারের আগে ভালভাবে মুখ ধুয়ে নিতে হবে। তারপর তুলো দিয়ে আলতো হাতে সারা মুখে লাগিয়ে নিতে হবে গোলাপ জল। কিংবা স্প্রে বোতলে গোলাপ জল নিয়ে মুখের উপর স্প্রে করে দিতেও পারেন।
অনেকের ক্ষেত্রেই ত্বকে ব্রন কিংবা র্যাশ-অ্যালার্জি হলে দাগ বসে যায়। ওইসব লালচে দাগ তুলতেও সাহায্য করে গোলাপ জল। নিমপাতা বাটা, কাঁচা হলুদ বাটা এবং গোলাপ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এবার দাগের জায়গায় ওই মিশ্রণের প্রলেপ লাগাতে হবে। কয়েকদিন নিয়মিত এই মিশ্রণ ব্যবহার করলেই উপকার পাবেন। গোলাপ জলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ রয়েছে। তাই ত্বকের যেকোনও জ্বালা-পোড়া, অস্বস্তিতে আরাম দিতে সাহায্য করে এই গোলাপ জল।
বাড়িতে ফেস মাস্ক তৈরি করলে অবশ্যই ব্যবহার করুন গোলাপ জল। বেসন কিংবা টকদই দিয়ে ফেস মাস্ক তৈরি করলে তার মধ্যে মিশিয়ে দিন গোলাপ জল। এই মিশ্রণ সহজেই আপনার ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনবে। এছাড়াও সাধারণ ক্লেনজার হিসেবে ত্বকে ব্যবহার করতে পারেন গোলাপ জল। ত্বকে জমে থাকা ময়লা তো দূর হবেই, সেই সঙ্গে ময়শ্চারাইজড থাকবে আপনার ত্বক। শীতের মরশুমে তাই ক্লেনজার হিসেবে ত্বকে গোলাপ জল ব্যবহার করতে পারেন।
গরমের দিনে ত্বকে ফেস মিস্ট ব্যবহার করলে খুবই আরাম লাগে। বাড়িতেই আপনি তৈরি করে নিতে পারবেন ফেস মিস্ট। একটা স্প্রে বোতলে গোলাপ জলের সঙ্গে শসার রস মিশিয়ে ফ্রিজে রেখে দিন। বাইরে থেকে বাড়ি ফিরে আগে ভালভাবে মুখ ধুয়ে নিন। তারপর ওই মিশ্রণ সারা মুখে স্প্রে করে। গরমের দিনে দারুণ আরাম পাবেন। ত্বক থাকবে আর্দ্র এবং মোলায়েম।
আরও পড়ুন- কোন কোন ফল প্রতিদিন খাওয়া যায় জানেন? কেনই বা খাবেন?