Skin Care Tips: রোজই মুখে বরফ ঘষেন? কীভাবে ক্ষতি হতে পারে ত্বকের?
Ice Cubes: ত্বকে বরফ ব্যবহার করলে উপকার যেমন রয়েছে, তেমনই দেখা দিতে পারে সমস্যাও। ত্বকে মাঝে মাঝে বরফ ব্যবহার করা ভাল। তবে প্রায়ই ব্যবহার করলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে।

Skin Care Tips: আজকাল অনেকেই মুখে বরফ ঘষে ত্বকের পরিচর্যা করেন। সোশ্যাল মিডিয়ায় হামেশাই দেখা যায় একটা বড় কাচের বাটিতে জল আর বরফ নিয়ে তার মধ্যে মুখ ডুবিয়ে ত্বকের যত্ন করছেন। মুখে বরফ ব্যবহার করলে, অনেক উপকারই পাওয়া যায়। তবে মুখে যদি খখন বেশি বরফ ঘষেন তাহলে একাধিক সমস্যা দেখা দিতে পারে আপনার ত্বকে। জেনে নিন, ত্বকে অতিরিক্ত মাত্রায় বরফ ব্যবহার করলে কী কী সমস্যা হতে পারে।
ত্বকে বরফ ব্যবহার করলে উপকার যেমন রয়েছে, তেমনই দেখা দিতে পারে সমস্যাও। ত্বকে মাঝে মাঝে বরফ ব্যবহার করা ভাল। তবে প্রায়ই ব্যবহার করলে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। ত্বকে বরফের ব্যবহার বেশি হলে কী কী ধরনের সমস্যা দেখা দিতে পারে, জেনে নিন।
- ত্বকে প্রায়ই বরফ ঘষলে অনেক ধরনের ইরিটেশন দেখা দিতে পারে। র্যাশ, চুলকানি, লালচে ভাব এসব যেমন বরফের ব্যবহার কমায়, তেমনই অতিরিক্ত বরফের ব্যবহারে বেড়ে যেতেও পারে এইসব সমস্যা।
- ত্বকে বরফের ব্যবহার বেশি হয়ে গেলে ত্বক ভীষণ রুক্ষ, শুষ্ক ধরনের হয়ে যেতে পারে। ত্বক খসখসে ধরনের হয়ে যেতে পারে। তাই সাবধানে থাকুন।
- ত্বকে বরফে অতিরিক্ত ব্যবহার ত্বক থেকে যে ন্যাচারাল অয়েল বেরোয়, তার পরিমাণ কমিয়ে দেয়। এর ফলেও ত্বক মারাত্মক রুক্ষ, শুষ্ক হয়ে যেতে পারে। অতএব ঘনঘন মুখে বরফ ঘষবেন কিনা, ঠিক করে নিন।
- যাঁদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁরা ত্বকে একেবারেই বেশি পরিমাণে বরফ ব্যবহার করতে যাবেন না। অবধারিত ভাবে ঠান্ডা লেগে যেতে পারে।
- অতিরিক্ত বরফের ব্যবহার ত্বকে গঠন নষ্ট করে। ফলে কমে যেতে পারে ত্বকের টানটান ভাব। সহজে দেখা দিতে পারে রিঙ্কেলস বা বলিরেখার সমস্যাও।
অতএব ত্বকে প্রায়ই বরফ ঘষার আগে একটু সতর্ক হয়ে যাওয়া ভাল। নাহলে আপনার অজান্তেই অতিরিক্ত বরফের ব্যবহারে আপনার ত্বক নষ্ট হয়ে যাবে। ত্বকে বরফ ঘষে ব্যবহারের পর অবশ্যই ভালভাবে ক্রিম লাগাতে হবে। নাহলে ত্বক বেশি রুক্ষ, শুষ্ক হবে। তাই পরিচর্যার ব্যাপারে খেয়াল রাখা উচিত। আপনার ত্বক যদি সেনসিটিভ হয়, তাহলে বরফ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নাহলে ব্রনর সমস্যা বেড়ে যেতে পারে। তাই সাবধানে থাকুন।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।






















