![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Skin Care Tips: শীতকালে শুষ্ক ত্বকের যত্ন নিন মধু দিয়ে, ঘরেই বানিয়ে ফেলুন ফেসপ্যাক
শীতকালে শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন ফেসপ্যাক। তার জন্য দরকার শুধুমাত্র মধু এবং গোলাপজল। কীভাবে তৈরি করবেন ফেসপ্যাক? আর কীভাবেই বা তা ব্যবহার করবেন?
![Skin Care Tips: শীতকালে শুষ্ক ত্বকের যত্ন নিন মধু দিয়ে, ঘরেই বানিয়ে ফেলুন ফেসপ্যাক Skin Care Tips: Worried About Dry Skin In Winters? Use Face Pack Made With Honey, Rosewater For Hydration Skin Care Tips: শীতকালে শুষ্ক ত্বকের যত্ন নিন মধু দিয়ে, ঘরেই বানিয়ে ফেলুন ফেসপ্যাক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/779f0099453132a52948722b22c2b4fd_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শীতকাল (Winter) পড়তেই সমস্যা আরও বেড়েছে শুষ্ক ত্বক যাঁদের রয়েছে তাঁদের। তৈলাক্ত কিংবা সেনসিটিভ ত্বক যাঁদের, তাঁদের ত্বকও শীতকালে শুষ্ক হয়ে যায়। কিন্তু যাঁদের আগে থেকেই শুষ্ক ত্বক, তাঁদের সমস্যা আরও বেড়ে যায়। আবহাওয়ার পরিবর্তনের কারণে শুষ্ক ত্বক আরও শুষ্ক হয়ে যায়। এর ফলে ত্বক ফেটে যাওয়ার সমস্যাও দেখা দেয়। বহু মানুষকেই এই সমস্যায় পড়তে হয়। শুষ্ক ত্বকের সমস্যার সমাধান রয়েছে হাতের কাছেই। ঘরোয়া উপাদান দিয়েই তৈরি করে ফেলতে পারবেন উপকারী ফেসপ্যাক।
শীতকালে শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন ফেসপ্যাক। তার জন্য দরকার শুধুমাত্র মধু (Honey) এবং গোলাপজল (Rose Water)। কীভাবে তৈরি করবেন ফেসপ্যাক? আর কীভাবেই বা তা ব্যবহার করবেন?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রথমে এক চামচ মধুর সঙ্গে এক চামচ গোলাপ জল মিশিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করে নিন। এবার সেই ফেসপ্যাক আপনার মুখে এবং গলায়, ঘাড়ে ব্যবহার করুন। মধু, গোলাপ জলের ফেসপ্যাক শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মিনিট ২০ পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে যদি অন্তত দুবার এই ফেসপ্যাক ব্যবহার করেন, তাহলে শুষ্ক ত্বকের অধিকারীরা উপকার পাবেন।
আরও পড়ুন - Health Tips: শীতকালে এক চিমটে হলুদ স্বাস্থ্যের কত উপকার করতে পারে, জানা আছে?
তাঁরা আরও জানাচ্ছেন, মধুর সঙ্গে গোলাপ জলের ফেসপ্যাক শুধু শুষ্ক ত্বকের সমস্যাতেই উপকার দেয়, এমন নয়। এটি ত্বককে সুন্দর করে তুলতে, ত্বক মোলায়েম রাখতেও সাহায্য করে। এছাড়াও মধু এবং গোলাপ জলের আরও অনের উপকারিতা রয়েছে। ত্বকের নানা সমস্যা দূর করতেও গোলাপ জলের জুড়ি মেলা ভার। তার সঙ্গে যোগ্য সঙ্গ দেয় মধু। তাই ত্বকের পরিচর্যায় বিশেষজ্ঞরা এই দুই উপকারী উপাদান ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)