Summer Lip Care Tips: গরমের মরশুমে কি আলাদা করে ঠোঁটের পরিচর্যার প্রয়োজন রয়েছে? যত্ন না নিলে কী কী সমস্যা হতে পারে?
Chapped Lips Problem: গরমকালেও আপনার ঠোঁট ফাটতে পারে। শীতের মরশুমের মতো ঠোঁট ভীষণ রুক্ষ-শুষ্ক হয়ে গিয়ে উপর থেকে চামড়া উঠতে পারে। কীভাবে এইসব সমস্যা দূর করবেন জেনে নিন।

Summer Lip Care Tips: শুধুমাত্র শীতকালে ঠোঁট ফেটে যাবে, ঠোঁটের ত্বক মারাত্মক রুক্ষ-শুষ্ক হয়ে যাবে, এমনটা ভাবার কোনও কারণ নেই। শীতকালের মতোই গরমকালেও ত্বকের পাশাপাশি বিশেষভাবে ঠোঁটের যত্ন নেওয়া প্রয়োজন। নাহলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। কী কী করলে আপনার ঠোঁটের ত্বক মোলায়েম এবং উজ্জ্বল থাকবে বছরভর, দেখে নিন।
গরমকালেও আপনার ঠোঁট ফাটতে পারে। শীতের মরশুমের মতো ঠোঁট ভীষণ রুক্ষ-শুষ্ক হয়ে গিয়ে উপর থেকে চামড়া উঠতে পারে। গরমকালে যদি ঠোঁট ফাটা, রুক্ষ-শুষ্ক হয়ে যাওয়া, ঠোঁটের উপর থেকে চামড়া উঠে আসার সমস্যা দেখা দেয়, তাহলে কীভাবে এই সমস্যা দূর করবেন জেনে নিন। সাধারণ কিছু নিয়ম আর কয়েকটি ঘরোয়া পদ্ধতির মাধ্যমেই গরমকালে ঠোঁটের এইসব সমস্যা গরমের মরশুমে অল্প সময়েই দূর করা সম্ভব। শুধু একটু ধৈর্য ধরে নিয়ম মেনে চলা প্রয়োজন।
- গরমকালেও নিয়ম করে ঠোঁটে ক্রিম লাগাতে হবে। বিশেষ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে পুরু করে ক্রিম লাগাতে হবে। দরকারে ক্রিম বা ময়শ্চারাইজারে গ্লিসারিন মিশিয়েও ব্যবহার করতে পারেন। ঠোঁটের রুক্ষ-শুষ্ক ভাব কমবে।
- গরমের দিনে বাইরে বেরোলে ত্বকের যেমন সানস্ক্রিন ব্যবহার করেন, তেমনই ঠোঁটেও ভাল মানের এসপিএফ যুক্ত লিপবাম লাগানো প্রয়োজন। তাহলে ঠোঁটে ট্যান পড়বে না। কালচে হবে না আপনার ঠোঁট। স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকবে।
- ঠোঁটের রুক্ষ-শুষ্ক ভাব দূরে রাখতে চাইলে গরমকালেও ঠোঁটে আলাদা করে স্ক্রাব করা প্রয়োজন। এক্ষেত্রে মধু এবং চিনির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে বাড়িতে তৈরি করা সুগার স্ক্রাব ব্যবহার করতে পারে। ঠোঁটে সুগার স্ক্রাব ব্যবহার করলে ডেড সেল ঝরে ঠোঁট উজ্জ্বলও দেখাবে এবং মোলায়েম থাকবে।
- যাঁদের ঠোঁট খুবই রুক্ষ, শুষ্ক ধরনের তাঁরা লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক হলে ভাল। ঠোঁট ময়শ্চারাইজড রাখবে এমন ধরনের লিপস্টিক লাগাতে পারলে ভাল। প্রথমে ক্রিম লাগিয়ে তারপর ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতে পারলে আরও ভাল হবে।
- গরমকালে ঠোঁটের রুক্ষ-শুষ্ক ভাব দূর করে ঠোঁট ফাটার সমস্যা এড়াতে চাইলে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে রোজ। তাহলে শরীরে ডিহাইড্রেশন হবে না। ত্বক থাকবে হাইড্রেটেড।
উপরের নিয়মগুলি শুধু শীত কিংবা গরমে নয়, সারাবছর যদি আপনি মেনে চলতে পারেন তাহলে মোলায়েম এবং উজ্জ্বল থাকবে আপনার ঠোঁট। রুক্ষ-শুষ্ক হয়ে ফেটে যাওয়া, চামড়া ওঠা, রক্ত বেরোনো - এইসব সমস্যা দেখা দেবে না।






















