Mental Health: মনে নানা সমস্যার ঘনঘটা ? নিখরচায় মনোবিদের পরামর্শ পাবেন এই নম্বরে ফোন করলেই
Tele-Manas For Mental Health Care: মনে নানারকম অশান্তি জট পাকিয়ে রয়েছে। যার জেরে আর ভাল থাকা হচ্ছে না। এই সমস্যার সমাধানের পথ বাতলে দিতে পারেন মনোবিদ।
Tele-Manas For Mental Health Care: অফিসে, বাড়িতে নিত্য অশান্তি। টাকাপয়সা, সম্পত্তি নিয়ে ঝামেলা, ব্যক্তিগত সম্পর্কের মাঝেও হাজার একটা জটিলতা। আর এইসব কিছুকে সামলাতে সামলাতে মন যেন টালমাটাল। মনকে সুস্থ স্বাভাবিক রাখা এখন বড় দায়। একটু হাসিখুশি মন কে না চায়। সম্প্রতি অনেকেই পরামর্শ দেন মনোবিদের সঙ্গে যোগাযোগ করার। তাঁদের সঙ্গে সেশন করে নিজের সমস্যাগুলির সুরাহা খোঁজার। কিন্তু অর্থের সমস্যার জেরে অনেকেই তা করে উঠতে পারেন না। আবার অনেক ক্ষেত্রে সময় অন্তরায় হয়। এবার এই সব সমস্যার সমাধান হতে পারে খুব সহজে। একটি ফোন কলেই!
টেলিমানস উদ্যোগ
টেলিমানস এমনই একটি ফোন কলের উদ্যোগ। এখানে ফোন করলে সরাসরি মনোবিদের পরামর্শ নেওয়া যায়। পাশাপাশি এর জন্য কোনও পয়সাও লাগে না। এমনকি ফোন নম্বরও টোল ফ্রি। অর্থাৎ ফোনে কোনও রিচার্জ না থাকলেও ফোন করা যাবে। নিজের ভাষায় পাওয়া যাবে প্রয়োজনীয় সাহায্য।
টেলিমানসে কী কী সুবিধা
- টোল ফ্রি ফোন নম্বর।
- বিনামূল্যে সরকারি হাসপাতালের মনোবিদের পরামর্শ।
- একাধিক ভাষায় মানসিক স্বাস্থ্য নিয়ে পরামর্শ।
- ২৪ ঘন্টাই এই পরিষেবা প্রদান করা হয়।
- রোগীর পরিচয় গোপন থাকে অন্যান্য মনোরোগ কেন্দ্রের মতো।
টেলিমানসের ফোন নম্বর
দুটি নম্বর রয়েছে টেলিমানসের। একটি ১৪৪১৬ ও অন্যটি ১৮০০৮৯১৪৪১৬। ফোন করার পর কি প্রেস নিজের পছন্দের ভাষা বেছে নিতে হবে। এর পরেই কথা বলা যাবে মনোবিদের সঙ্গে। নিজের সমস্যার কথা জানিয়ে তাঁর থেকে পরামর্শ নেওয়া যাবে। অতিরিক্ত তথ্যের যেন telemanas.mohfw.gov.in সাইটটিতে যেতে হবে।
ভারতে মানসিক রোগ বাড়ছে ?
টেলিমানসের মতো অভিনব ব্যবস্থাটি ২০২২ সালের অক্টোবর মাসে শুরু হয়। তারপর থেকে প্রায় ১০ লাখ ফোন এসেছে ওই টোল ফ্রি নম্বরে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণের মন্ত্রকের তথ্য অনুযায়ী, রোজ ৩৫০০টি ফোন আসে টেলিমানসে। মন্ত্রকের তথ্য অনুযায়ী,২০২২ সালের অক্টোবর মাসে ফোন এসেছিল মাত্র ১২ হাজার। ২০২৪ সালের মে মাসে তাঁর সংখ্যা ৯০ হাজারের বেশি। দিন দিন এই সংখ্য়াটা বাড়ছে। অর্থাৎ মানসিক নানা সমস্যার সুরাহা চান, এমন মানুষের সংখ্যাও দিন দিন বাড়ছে।
আরও পড়ুন - Health News: ডান কিডনির বদলে রোগীর বাম কিডনি বাদ দিলেন চিকিৎসক!
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )