এক্সপ্লোর
ভদকা দিয়ে হাত ধুলে কি ঠেকানো যাবে করোনা-সংক্রমণ?
এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানতে চেয়েছেন, স্যানিটাইজারের বদলে কি ভদকা দিয়ে হাত ধুলে করোনা সংক্রমণ আটকানো যাবে?এই প্রশ্নর উত্তর দিয়েছে সংশ্লিষ্ট ভদকা উৎপাদনকারী সংস্থা।
কী করে ঠেকানো যাবে করোনা-সংক্রমণ? তাই নিয়েই এখন চর্চা তুঙ্গে। বারবার সাবান দিয়ে হাত ধোয়া, অ্যালকোহল বেসড স্যানিটাইজার ব্যবহার করা ও মাস্ক ব্যবহারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
এই ঘোষণার পর থেকেই বাজারে স্যানিটাইজার ও মাস্ক নিয়ে হাহাকার শুরু হয়েছে। এই পরিস্থিতিতে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানতে চেয়েছেন, স্যানিটাইজারের বদলে কি ভদকা দিয়ে হাত ধুলে করোনা সংক্রমণ আটকানো যাবে?
I made some hand sanitizer out your vodka. The hand sanitizer doesn't taste bad either. Cheers to Tito's vodka. Keeping me germ-free and feeling good at the same time.
— snottypotty (@titansfight) March 5, 2020
এই প্রশ্নর উত্তর দিয়েছে সংশ্লিষ্ট ভদকা উৎপাদনকারী সংস্থা। তাদের মতে, ওই ভদকায় ৪০ শতাংশ অ্যালকোহল থাকে। কিন্তু আমেরিকান সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর মতে করোনা রুখতে স্যানিটাইজারে অ্যালকোহলের মাত্রা ৬০ শংতাশ হওয়া জরুরি।
তাই বিশেষজ্ঞদের মত মেনে, স্যানিটাইজার কেনার সময় তাতে অ্যালকোহলের মাত্রা দেখে নেওয়া দরকার। সরাসরি অ্যালকোহল ব্যবহার করলেই যে জীবানু নাশ হবে, এমনটাও নয়!
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement