Tomato Juice Health Benefits: রান্নায় ব্যবহারের বদলে কেন কাঁচা টোম্যাটোর রস খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল?
Health Tips: আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে টোম্যাটোর রস। তার ফলে ভাল থাকবে হার্ট। কমবে হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার ঝুঁকি।

Tomato Juice Health Benefits: টোম্যাটোকে ফল বলবেন নাকি সবজি, এই নিয়ে অনেক তর্ক রয়েছে। রান্নায় টোম্যাটোর ব্যবহার আলাদা স্বাদ আনে। অনেক সময়ে রান্নার রঙেও হেরফের হয় টোম্যাটোর ব্যবহারে। রান্নায় টোম্যাটোর ব্যবহারের পাশাপাশি কাঁচা টোম্যাটো খেলেও যে অনেক উপকার পাওয়া যায়, তা প্রায় সকলেরই জানা। অনেকে তো ত্বকের পরিচর্যার ক্ষেত্রেও টোম্যাটোর রস ব্যবহার করে থাকেন। চলুন জেনে নেওয়া যাক, আপনি যদি মাঝে মাঝে কাঁচা টোম্যাটোর রস করে খেতে পারেন, তাহলে কী কী উপকার পাবেন, কীভাবে ভাল থাকবে আপনার স্বাস্থ্য।
টোম্যাটোর রস খাওয়ার বিভিন্ন উপকারিতা, রইল তালিকা
- টোম্যাটোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টস। এগুলি সবই সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। রান্না করা টোম্যাটোর পরিবর্তে, কাঁচা টোম্যাটো কিংবা টোম্যাটোর রস খাওয়া শরীরের জন্য ভাল। পেটের সমস্যা থাকলে ভালভাবে খেয়াল করে টোম্যাটোর খোসা বাদ দিয়ে দিতে হবে।
- টোম্যাটোর মধ্যে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ। ফলে টোম্যাটোর রস খেলে শরীরের প্রদাহজনিত সমস্যা দূর হয়। টোম্যাটোর রসে রয়েছে পটাশিয়াম। তাই টোম্যাটোর রস খেলে নিয়ন্ত্রণে থাকে ব্লাড প্রেশারের মাত্রা। অতএব উচ্চ রক্তচাপের সমস্যা অর্থাৎ হাই ব্লাড প্রেশার থাকলে টোম্যাটোর রস খেয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি।
- আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে টোম্যাটোর রস। তার ফলে ভাল থাকবে হার্ট। কমবে হার্ট অ্যাটাক, স্ট্রোক হওয়ার ঝুঁকি।
- টোম্যাটোয় রয়েছে ভিটামিন সি। এই ভিটামিন কোলাজেন নামক প্রোটিন উৎপাদনে সহায়তা করে। এর সাহায্যে ত্বক থাকে উজ্জ্বল। এছাড়াও ভিটামিন সি সমৃদ্ধ টোম্যাটোর রস খেলে ইমিউনিটি বাড়বে। তার ফলে সহজে অসুস্থ হয়ে যাবেন না।
- টোম্যাটোয় রয়েছে ভিটামিন সি। এই ভিটামিন কোলাজেন নামক প্রোটিন উৎপাদনে সহায়তা করে। এর সাহায্যে ত্বক থাকে উজ্জ্বল। টোম্যাটোয় রয়েছে লাইকোপেন নামের এক উপকরণ যা আলট্রা ভায়োলেট রে থেকে ত্বকে যে ক্ষতি হয় সেটা দূর করে।
- টোম্যাটোর মধ্যে জলীয় উপকরণের মাত্রা বেশি। তাই টোম্যাটোর রস খেলে বডি হাইড্রেটেড থাকবে। ভিটামিন এ, সি, কে, ভিটামিন বি (বিভিন্ন ধরনের), পটাশিয়াম, ম্যাগনেসিয়াম- এগুলি থাকে টোম্যাটোর মধ্যে। অতএব টোম্যাটো খাওয়া স্বাস্থ্যকর অভ্যাস।
- টোম্যাটোর রস খেলে বদহজম, কোষ্ঠকাঠিন্য- এসব সমস্যা দূর হয়। তাছাড়াও টোম্যাটোর রস ওজন কমায় দ্রুত।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।






















