Type 5 Diabetes: টাইপ 5 ডায়াবেটিস কি অন্য সবরকম ডায়াবেটিসের চেয়ে ভয়ঙ্কর? কী এর লক্ষণ? কাদের হয়?
Type 5 Diabetes Symptoms : টাইপ-৫ ডায়াবেটিস সাধারণত টিনএজ বা আর্লি অ্যাডাল্টহুডে দেখা যায়। তবে এর উপসর্গগুলি ...

টাইপ-১, টাইপ-২ ডায়াবেটিস নিয়ে ধারণা আছে প্রায় প্রত্যেকেরই। সারা দেশে সবথেকে বেশি আক্রান্ত টাইপ ২ ডায়াবেটিসে। কিন্তু এখন আলোচনায় উঠে আসছে টাইপ ৫ ডায়াবেটিসও। একে মনোজেনিটিক ডায়াবেটিস বলা হয়ে থাকে। এটি ডায়াবেটিসের একটি বিরল এবং জেনেটিক রূপ। এটি টাইপ ১ বা টাইপ ২ থেকে অনেকাংশেই আলাদা। টাইপ ওয়ান বা টাইপ ২ ডায়াবেটিসের থেকে টাইপ ৫ ডায়াবেটিস বিরল। মনে করা হয় এর পেছনে দায়ী জিনের মিউটেশন। ডায়াবেটিস বিশেষজ্ঞ ড. রাহুল বাক্ষীর মতে, টাইপ-৫ ডায়াবেটিস সাধারণত টিনএজ বা আর্লি অ্যাডাল্টহুডে দেখা যায়। তবে এর উপসর্গগুলি অন্য ধরনের ডায়াবেটিসের মতোই। অনেক ক্ষেত্রেই তাই প্রাথমিকভাবে এটিকে টাইপ ১ বা টাইপ ২ ডায়াবেটিস বলেই মনে করা হয়। MODY-এর অনেক ধরন রয়েছে।
টাইপ-১, টাইপ-২ এবং টাইপ-৫ ডায়াবেটিসের মধ্যে পার্থক্য
- টাইপ-১ ডায়াবেটিস: এটি একটি অটোইমিউন রোগ। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভুল করে প্যানক্রিয়াসে ইনসুলিন তৈরি করা কোষগুলির উপর আক্রমণ করে তাদের ধ্বংস করে দেয়। ফলে, শরীর খুব কম বা একেবারেই ইনসুলিন তৈরি করতে পারে না। এই অসুখে আক্রান্ত হয় শিশুরাও।
- টাইপ-২ ডায়াবেটিস: এটিই ডায়াবেটিসের সবচেয়ে সাধারণ প্রকার। এতে শরীর হয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না কিংবা ইনসুলিনের সঠিক ব্যবহার করতে পারে না।
- টাইপ-৫ ডায়াবেটিস: বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বিশ্বব্যাপী প্রায় আড়াই কোটি মানুষ এই বিরল ধরনের ডায়াবেটিস আক্রান্ত । রিপোর্ট বলছে, নিম্ন ও মধ্য মানের আয়ের পরিবারগুলিতে দুর্বল ও অপুষ্টিতে ভোগা কিশোর-কিশোরীদের মধ্যে এই রোগের প্রাদুর্ভাব বেশি। আবার চিকিৎসকদের একাংশ বলছেন, এটি একটি জেনেটিক ডিসঅর্ডার, যা প্যানক্রিয়াসের কার্যকারিতা বা সেলুলার স্তরে ইনসুলিনের উৎপাদনকে প্রভাবিত করে।
কী কারণে টাইপ-৫ ডায়াবেটিস হয়?
চিকিৎসকদের একাংশ বলছেন, টাইপ-৫ ডায়াবেটিসের প্রধান কারণ জেনেটিক মিউটেশন। এই মিউটেশন বাবা -মায়ের থেকে শিশুদের মধ্যে সঞ্চারিত হয়। এই অবস্থা তৈরি হওয়ার জন্য ত্রুটিপূর্ণ জিনের মাত্র একটি কপিই যথেষ্ট। যদি কোনও শিশুর বাবা-মায়ের টাইপ-৫ ডায়াবেটিস থাকে, তবে তাদের সন্তানেরও এই রোগ হওয়ার সম্ভাবনা ৫০%। পরিবেশগত কারণ বা জীবনযাত্রা এই ধরনের ডায়াবেটিসের কারণ নয়।
লক্ষণ কী কী
টাইপ-৫ ডায়াবেটিসের উপসর্গগুলি মোটামুটি এই রকম -
- সাধারণত, রোগীদের অল্প বয়স থেকেই ব্লাড সুগারের মাত্রা সামান্য থেকে মাঝারি পরিমাণে বৃদ্ধি পায়।
- পারিবারিক ইতিহাস। যদি কারও পরিবারে বেশ কয়েক প্রজন্ম ধরে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আসছেন, কেউ না কেউ, তাহলে সেই পরিবারের মানুষের মধ্যে MODY হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
- কিছু নির্দিষ্ট MODY প্রকারের ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব হওয়া, খুব বেশি তেষ্টা পাওয়া, ক্লান্তি আসতে পারে।
- কোনও বিশেষ কারণ ছাড়াই ওজন হ্রাস-এর মতো উপসর্গও দেখা যেতে পারে।
টাইপ ৫ ডায়াবেটিসের চিকিৎসা
টাইপ-৫ ডায়াবেটিসের চিকিৎসা এর জেনেটিক মিউটেশনের উপর নির্ভর করে। কখনও ওরাল সালফোনিলুরিয়ার কম ডোজ সাহায্য করে। এর ফলে ইনসুলিন উৎপাদন উদ্দীপিত হয়। স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং নিয়মিত ব্লাড সুগার মনিটরিং জরুরি। তবে এক্ষেত্রে ইনসুলিন থেরাপির প্রয়োজন হয় না।
টাইপ-৫ ডায়াবেটিসের কারণ জেনেটিক। তাই প্রতিরোধ করা যায় না। তবে, পারিবারিক ইতিহাস পরীক্ষা এবং জেনেটিক কাউন্সেলিং-এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় সম্ভব। নির্দিষ্ট ওজন ধরে রাখা এবং সুগার নিয়ন্ত্রণ, সুস্থাভাবে জীবনযাপনে সাহায্য করতে পারে।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।






















