Viral News: প্রশ্নফাঁসে জড়িত প্রিন্সিপাল, চেয়ার থেকে ধাক্কা দিয়ে তুললেন কর্মীরা, ভিডিয়ো ভাইরাল
UP Principal Removed From Chair: প্রশ্নফাঁসকাণ্ডে জড়িত স্কুলের প্রিন্সিপাল। চেয়ার থেকে তাঁকে ধাক্কা দিয়ে তুলে দিলেন কর্মীরা। সম্প্রতি এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
Viral News: স্কুলের প্রিন্সিপালের চেয়ারে বসে প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন পরীক্ষার আগেই। এমনই গুরুতর কান্ডে নাম জড়িয়েছে পারুল সোলোমনের। কুকাণ্ডে তার আরেক সহযোগী বিনীত জয়সাওয়ন্তকে ইতিমধ্যে এই কাণ্ডে গ্রেফতার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এবার সেই প্রিন্সিপালকেও চেয়ার থেকে ধাক্কা মেরে সরাল স্কুলের অন্যান্য কর্মীরা। প্রসঙ্গত, প্রশ্ন ফাঁস করার পরেই নতুন প্রিন্সিপালকে অ্যাপয়েন্ট করেছিল স্কুল। এই দিন তাঁর চাকরিতে যোগ দেওয়ার দিন ছিল। কিন্তু তার ঘরেই বসেছিলেন আগের প্রিন্সিপাল তথা পারুল। এর পরেই দানা বাঁধে বচসা, যা হাতাহাতিতে গড়ায়।
ঠিক কী কারণে প্রিন্সিপালকে ঘাড় ধাক্কা ?
ঘটনাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বিশপ জনসন স্কুলের ঘটনা। চলতি বছরই উত্তরপ্রদেশে ইউপিপিএসসি পরীক্ষা হয়। ইউপিপিএসসি পরীক্ষা আদতে রাজ্যস্তরের নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে রিভিউ অফিসার ও অ্যাসিস্ট্যান্ট রিভিউ অফিসারকে নিয়োগ করা হয়। কিন্তু এবারে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল বলে অভিযোগ ওঠে। তার তদন্ত শুরু হতেই পুলিশের আতস কাঁচের তলায় আসেন পারুল সোলোমন। তার এক সঙ্গীকে এসটিএফ গ্রেফতার করে নেয়। এই ঘটনার পর জানা যায়, স্কুল থেকে নানা সময় প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা সরিয়েছেন পারুল। অভিযোগ আনেন লখনউয়ের ডায়োসেস বিশপ মরিস এডগার ড্যান।
পারুলের বিরুদ্ধে ব্যবস্থা
কোটি টাকার তছরূপে নাম জড়িয়েছে পারুল সোলোমন। অন্যদিকে ইউপিপিএসসি-র মতো রাজ্যস্তরের পরীক্ষাতে প্রশ্ন ফাঁসের ঘটনায় তিনি অন্যতম অভিযুক্ত। এই অবস্থায় প্রয়াগরাজের ওই স্কুল একজন নতুন প্রধান শিক্ষিকাকে নিয়োগ করেন। কিন্তু তাঁর যেদিন অফিসে বসার কথা, সেদিনও পারুল তার চেয়ার ছাড়েননি। এই ঘটনাই আগুনে ঘি ঢালে।
Principal forcefully being removed in Bishop Johnson Girls School Prayagraj, Uttar Pradesh !
— Guruprasad Gowda (@Gp_hjs) July 5, 2024
What kind of ideals can teachers at such Christian Missionary schools impart to students ? pic.twitter.com/Nj1OLVmYQK
ভাইরাল ভিডিয়ো
ভাইরাল ভিডিয়োতে দেখা যায় প্রিন্সিপালের হাত থেকে ফোন কেড়ে নিচ্ছেন অন্যান্য স্কুল শিক্ষক ও শিক্ষিকারা। চেয়াার ছাড়তে বলা হলেও পারুল চেয়ার ছাড়ছেন না। এর পর দুই শিক্ষিকার চেষ্টায় তাঁর ফোন কেড়ে নেওয়া হয়। তার চেয়ার ধরে ঘরের বাইরে নিয়ে যাওয়া হয়। পিছন থেকে একজন তাঁর চেয়ার তুলে তাঁকে উঠতে বাধ্যও করেন। এর পর চেয়ার ফিরিয়ে এনে নতুন প্রিন্সিপালকে বসানো হয়। উপস্থিত সকলে করতালি দিয়ে অভিবাদন জানান। প্রায় ২ মিনিটের এই ভিডিয়ো বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল। পারুল অবশ্য তাকে চেয়ার থেকে তুলে দেওয়ার জন্য কয়েকজনের নামে এফআইআর দায়ের করেছেন।
আরও পড়ুন - Viral News: লাখ টাকার চুরি করে ১ মাস পর সব ফেরতের প্রতিশ্রুতি দিয়ে গেল চোর! কেন ?
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।