Viral News: স্বামীর গায়ের রং 'চাপা', বিচ্ছেদ চায় স্ত্রী, দুপক্ষকে বোঝাতে গিয়ে এখন নাজেহাল পুলিশ
Women Left For Husband’s Dark Skin: স্বামী গায়ের রং ‘কালো’। স্ত্রীর সেটা মোটেই পছন্দ নয়। ফলে শ্বশুরবাড়িতে আর থাকতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।
Women Left For Husband’s Dark Skin: স্বামীর গায়ের রং ‘কালো’। তাই আর থাকতে না পেরে এবার সংসার ছাড়ল স্ত্রী। এত পর্যন্ত ব্যাপারটা ব্যক্তিগত স্তরেই ছিল। কিন্তু স্বামীর দাবি, গায়ের রঙের জন্য নয়, আদতে স্ত্রী ঘর ছাড়ছে অন্য একটি সম্পর্কের জন্য। সংসারে অশান্তি হতে হতে পরিস্থিতি এমনই, যে দুজনেই এখন দ্বারস্থ এসপি-র অফিসে।সম্প্রতি মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এই ঘটনাই উঠে এল জাতীয় শিরোনামে (Viral News)। মঙ্গলবার স্বামী ও স্ত্রী দুজনেই তাদের অভিযোগ নিয়ে পৌঁছায় এসপি-র অফিসে। সেখানে গিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
স্বামীর অভিযোগ কী ?
স্ত্রীর অভিযোগ তো শিরোনামেই স্থান করে নিয়েছে। কিন্তু স্বামীর অভিযোগও কম গুরুত্বপূর্ণ নয়। এই দিন ডিএসপি কিরনের অফিসে যান স্বামী ও তাঁর পরিবার। প্রসঙ্গত, বিশাল মোজিয়া নামের ওই ব্যক্তির অভিযোগ তাঁর স্ত্রী কোনও বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত রয়েছেন। যে কারণে তিনি বারবার বাড়ি ছাড়তে চাইছেন। সম্প্রতি ১০ দিন আগে নিজের একরত্তি কন্যাসন্তানকে বাড়িতে রেখেই চলে যান বিশালের স্ত্রী। এর আগে নাকি বেশ কয়েকবার আত্মহত্যা করার ভয়ও দেখিয়েছেন তিনি।
কী দাবি বিশালের স্ত্রীর ?
বিশালের অভিযোগ অনুযায়ী, তার স্ত্রী বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। এর জন্য় বেশ কয়েকবার রেললাইনে চলে গিয়েছেন তিনি। শেষে বিশালের বাবার তৎপরতায় তাঁকে বাঁচানো সম্ভব হয়েছে। বিশালের স্ত্রীকে পরিবারে ধরে রাখার বহু চেষ্টা করেছেন বিশাল। এমনটাই মত এখন তাঁর। তাঁর কথায়, বিয়ের এতদিন হয়ে গিয়েছে, ছোট্ট শিশু রয়েছে। তার পরেও বিশাল বুঝতে পারছেন না, তাঁর স্ত্রী কেন বিচ্ছেদের কথা ভাবছেন।
একসঙ্গে থাকতে না পারলে শান্তিপূর্ণ বিচ্ছেদ
সব শেষে অবশ্য বিশালের দাবি, একসঙ্গে যদি না-ই থাকা যায়, তবে শান্তিপূর্ণ বিচ্ছেদ হোক।অন্তত সেটুকু আশা তাঁর। তাঁর অভিযোগ এর মধ্যে স্ত্রী নাকি ছোট্ট মেয়েকে অচেনা লোকের কাছে রেখে চলে যান। যার ফলে সেই মেয়ে বেশ কিছুদিন ভয়ের মধ্যে ছিল। পুলিশ অবশ্য এই গোটা ঘটনায় ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ডিএসপি অফিস। মহিলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। ডিএসপি-র অধীনে দুই তরফের পরিবারকেই বোঝানোর চেষ্টা চলছে বলে দাবি। দ্রুত ব্যাপারটির নিষ্পত্তির চেষ্টা করছে পুলিশও!
আরও পড়ুন - কীসে এখন সবচেয়ে বেশি টাকা ‘ঢালছে’ বাঙালি ?
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।