Herbal Tea: চা খেয়েই কমবে ওজন ! মেদ ঝরাতে ভরসা থাকুক 'হার্বাল টি'- তে
Weight Loss: বিভিন্ন ধরনের হার্বাল টি বা ভেষজ চা আমাদের শরীরে মেটাবলিজম রেট বৃদ্ধি করে। তার ফলে দ্রুত কমে অতিরিক্ত মেদ বা ওজন।
Herbal Tea: ওজন কমানোর জন্য নানা ধরনের নিয়ম-কানুন পালন করে থাকি আমরা। খাদ্যাভ্যাসে পরিবর্তন, নিয়মিত শরীরচর্চা বছরভর চলতে থাকে অবশ্যই। তবে চা খেয়েও যে ওজন কমানো সম্ভব জানেন? গ্রিন টি খেলে মেটাবলিজম রেট বাড়ে আমাদের শরীরে। আর তার জেরে কমে ওজন। এই তথ্য অনেকেরই জানা। তবে আরও অনেক ভেষজ চা অর্থাৎ ভেষজ উপকরণ দিয়ে তৈরি চা রয়েছে যেগুলি আমাদের বেলি ফ্যাট অর্থাৎ তলপেটের অংশে জমা মেদ ঝরাতে সাহায্য করে।
কোন কোন ধরনের ভেষজ চা খেলে কী কী উপকার পাবেন আপনি, দেখে নিন
গ্রিন টি
গ্রিন টি খেলে ওজন কমে একথা প্রায় সকলেই জানেন। এই ভেষজ চায়ের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। গ্রিন টি আমাদের শরীরের মেটাবলিজম রেট বাড়ায়। তার সাহায্যে অতিরিক্ত মেদ ঝরে দ্রুত। মেটাবলিজম রেট বৃদ্ধি পেলে খাইখাই ভাব কমে।
ওলং টি
ওজন কমানোর জন্য ভেষজ চা হিসেবে আপনি খেতে পারেন ওলং টি। ফ্যাট বার্ন করতে এবং মেটাবলিজম রেট বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে ওলং টি। যাঁরা গ্রিন টি খান তাঁরা এই ওলং টি খেয়েও দেখতে পারেন।
লিকার চা
ব্ল্যাক টি অর্থাৎ সাধারণ লিকার চা আমাদের দেহের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। তবে অবশ্যই চিনি ছাড়া খেতে হবে। আসলে দুধ, চিনি ছাড়া চা খেতে পারলে অনেক উপকার পাওয়া যায়। দুধ, চিনি ছাড়া লিকার চা পেটের মেদ দ্রুত কমায়। বৃদ্ধি করে আমাদের শরীরের মেটাবলিজম রেট।
আদা চা
শুধু শীত নয়, বছরের অন্যান্য সময়েও খেতে পারেন আদা চা। সবচেয়ে ভাল হয় চায়ের মধ্যে আদার রস মিশিয়ে নিতে পারলে। আদা চা খেলেও আপনার ওজন কমবে। এই ভেষজ চায়ের রয়েছে আরও অনেক গুণ। অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপকরণ যুক্ত আদা দিয়ে চা খেলে ওজন কমার পাশাপাশি ভাল থাকবে অন্ত্রের স্বাস্থ্যও।
পিপারমেন্ট চা
পিপারমেন্ট চা একটি দারুণ ভেষজ চা যা খুব সময়ে আমাদের ওজন কমাতে সাহায্য করে। পিপারমেন্ট টি- এর মধ্যে থাকে মেনথল। এই উপকরণ আমাদের শরীরের মেটাবলিজম রেট বৃদ্ধি করে এবং ওজন কমায়।
আরও পড়ুন- ফলেই মিটবে চুলের সমস্যা, ঝরবে কম, গজাবে দ্রুত
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।