এক্সপ্লোর
Dark Circles: চোখের তলায় কালি পড়ার কারণ কি শুধুই কম ঘুম? আর কী কী কারণে দেখা যায় ডার্ক সার্কেলের সমস্যা?
Dark Patches Under Eye: শরীরে কোন কোন অসুখ বাসা বাঁধলে ডার্ক সার্কেলের সমস্যা দেখা দেয়, জেনে নিন।

ছবি সূত্র- পিক্সেলস
Source : Pexels
Dark Circles: অনেকের ক্ষেত্রেই দেখা যায় চোখের চারপাশে, বিশেষ করে নীচের অংশে সারাবছর কালচে ছোপ রয়েছে। চোখের তলার এই কালি একাধিক কারণে হতে পারে। সেগুলি কী কী? জেনে নিন বিশদে।
- চোখের তলায় কালি বা ডার্ক সার্কেলের অন্যতম কারণ হল কম ঘুম। রাতে পর্যাপ্ত ঘুম না হলে, চোখের তলায় কালচে ছোপ পড়তে বাধ্য। রাতে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো জরুরি।
- লিভারের সমস্যা থাকলে, পেটের সমস্যা থাকলেও অনেকসময় চোখের তলায় কালি থাকে। অতএব যাঁদের সবসময় চোখের তলায় কালচে ছোপ থাকে, তাঁরা অবহেলা না করে একবার চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।
- সঠিক পরিমাণে জল খাওয়া না হলে আমাদের শরীরে ডিহাইড্রেশন হয়ে যায়, অর্থাৎ জলের ঘাটতি দেখা যায়। এই কারণেও অনেক সময়ে চোখের তলার অংশ ফুলে যায় এবং কালচে ভাব দেখা দিতে পারে।
- অতিরিক্ত স্ট্রেসের কারণে আমাদের চোখের তলায় কালি পড়তে পারে। তাই স্ট্রেসের মাত্রা কমাতেই হবে। প্রয়োজনে সাহায্য নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের।
- অ্যালকোহল এবং ধূমপানের অভ্যাস থাকলে, তার জেরেও চোখের তলায় কালি পড়তে পারে। চোখের তলায় কালচে ছোপের পাশাপাশি ফুলে যেতে পারে চোখের নীচের অংশ। তাই অতিরিক্ত মদ্যপান এবং ধূমপান থেকে বিরত থাকুন।
- গরমের মরশুমে সূর্যের তাপে আমাদের ত্বকে হাইপারপিগমেন্টেশনের সমস্যা দেখা যায়। এর প্রভাবে ত্বকে যেমন ট্যান পড়বে, তেমনই চোখের তলায় কালচে ছোপ বসে যাবে। তাই গরমের মরশুমে চোখে সানগ্লাস রাখা জরুরি।
- অনেকের অভ্যাস রয়েছে বারবার চোখ চুলকানো, চোখে হাত দিয়ে রগড়ানো। এর ফলে চোখের চারপাশ ফুলে যেতে পারে। ওই অংশে থাকা ব্লাড ভেসেলগুলিতেও চাপ পড়ে তা ছিঁড়ে যেতে পারে।
- জিনগত কারণেও চোখের তলায় সারাবছর এই কালচে ছোপ থাকতে পারে। অর্থাৎ কারও বাড়িতে যদি দেখা যায় অনেকের এই সমস্যা রয়েছে, তাহলে চোখের তলায় কালচে ছোপ দেখা যেতে পারে জিনগত কারণে।
- যাঁদের ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে তাঁদের নিয়মিত ভাবে আন্ডার আই ক্রিম চোখের তলায় কালচে ছোপের জায়গায় ব্যবহার করতে হবে। এই ক্রিমের ব্যবহারে চোখের তলার কালচে ছোপ ধীরে ধীরে ফিকে হবে।
- চোখের তলায় কালচে ছোপ, অর্থাৎ ডার্ক সার্কেলের সমস্যা দেখা দিলে সেই অংশে বরফের টুকরো আস্তে আস্তে ঘষে লাগাতে পারেন নিয়মিত। এর ফলে উপকার পাবেন অনেকটাই।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স


















