Health Tips: হাঁটু-কনুইয়ে কালো দাগ? দূর করুন ঘরোয়া উপায়ে
Black Knee & Elbow: বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নানা কারণে হাঁটু ও কনুইয়ে কালো দাগ ছোপ দেখা দিতে পারে।
কলকাতা: বহু মানুষেরই হাঁটু ও কনুইয়ে কালো দাগ (Black Spot) ছোপের সমস্যা দেখা যায়। শরীরের অন্যান্য অংশের রং একরকম। আর হাঁটু ও কনুইয়ে অস্বাভাবিক কালোভাব সৌন্দর্যকে নষ্ট করে। এমন অবস্থায় সহজে কীভাবে কালো দাগ দূর করা যায়, সে সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা থাকে না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হাঁটু ও কনুইয়ে অত্যধিক পরিমাণে মেলানিন থাকার কারণে সেখানকার রং এমন দেখায়। প্রাকৃতিক উপায়ে হাঁটু ও কনুইয়ের কালো দাগ দূর করা সম্ভব।
কী কারণে কালো দাগ হয় হাঁটু ও কনুইয়ে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নানা কারণে হাঁটু ও কনুইয়ে (Knee & Elbow) কালো দাগ ছোপ দেখা দিতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে, ত্বকের নানা সমস্যার কারণে, পিগমেন্টেশন, অত্যধিক মৃত কোষ জমে থাকার কারণে এই সমস্যা দেখা দিতে পারে। তবে, ঘরোয়া উপায়ে এই দাগ ছোপ দূর করা সম্ভব।
হাঁটু কনুইয়ের কালো দাগ দূর করার উপায়-
১. বিশেষজ্ঞদের মতে, গ্রিন টি দিয়ে দূর করতে পারেন হাঁটু ও কনুইয়ের কালো দাগ। প্রথমে এক কাপ জলে একটি গ্রিন টি ব্যাগ ভালো করে ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে সেই জল তুলোয় করে দিনে দুবার হাঁটু ও কনুইয়ে লাগান।
২. ত্বকের জন্য দারুণ উপকারী অ্যালোভেরা জেল। সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে তা হাঁটু ও কনুইয়ে লাগিয়ে রাখুন। সপ্তাহে অন্তত তিনবার অ্যালোভেরা জেল ব্যবহার করলে কালো দাগ দূর হয়।
আরও পড়ুন - Ayurveda: চিনি এড়াতে গুড় দিয়ে চা খাচ্ছেন? জানুন কী ক্ষতি করছেন
৩. এক চামচ হলুদ গুঁড়োর সঙ্গে এক চামচ মধু কিংবা দই মিশিয়ে পেস্ট তৈরি করে তা কালো অংশে ব্যবহার করতে পারেন।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )