World's Most Boring Person: বিশ্বে সবচেয়ে বোরিং কে? কী বলছে গবেষণা?
World's Most Boring: সবচেয়ে একঘেয়ে কাজ কী? কে সবচেয়ে বোরিং ব্যক্তি? বিষয়টি নিয়ে কখনও ভেবেছেন? বিজ্ঞানীর কিন্তু ভেবেছেন, গবেষণাও হয়েছে।
লন্ডন: বোরিং (boring)। এই শব্দটার সঙ্গে আমি-আপনি সবাই পরিচিত। কথায় কথায় নানাভাবে এই শব্দ আমরা ব্যবহার করেই থাকি। বিরক্তি বা একঘেয়ে কিছু বোঝাতে ব্যবহার হয় এই শব্দ। কিন্তু সবচেয়ে একঘেয়ে বোরিং কাজ কী? কে সবচেয়ে বোরিং ব্যক্তি? বিষয়টি নিয়ে কখনও ভেবেছেন? বিজ্ঞানীর কিন্তু ভেবেছেন, গবেষণাও হয়েছে। গবেষণাটি করেছেন ইংল্যান্ডের এসেক্স বিশ্ববিদ্যালয়ের (University of Essex) গবেষকরা। তাঁরা বলছেন, সবচেয়ে বোরিং ব্যক্তি একজন ডেটা এন্ট্রি (data entry) কর্মী। যিনি একটি শহরের বাসিন্দা এবং ঘুমোতে এবং টিভি দেখতে পছন্দ করেন। যদিও তাঁর নাম প্রকাশ করেননি গবেষকরা।
বিষয়টি বুঝতে পাঁচটি আলাদা আলাদা পরীক্ষা করেছেন গবেষকরা। সব মিলিয়ে ৫০০ জনের উপর গবেষণা করা হয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, বেশ কিছু পেশায় যুক্তরা সবচেয়ে বোরিং হতে পারেন। সেগুলি হল সাফাইয়ের কাজ, ব্যাঙ্কিং পরিষেবা, তথ্য বিশ্লেষণের কাজ এবং হিসেব রক্ষণ বা অ্য়াকাউন্টিং।
গবেষক দলের প্রধান এসেক্স বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের উইজনান্ড ভ্যান টিলবার্গ (Wijnand Van Tilburg) বলেন, বোরডম বা একঘেয়েমি নিয়ে গবেষণা অত্যন্ত মজার একটি কাজ। বাস্তবে কোনও ব্যক্তির জীবনে এর একাধিক প্রভাব রয়েছে।' তিনি আরও বলেছেন, 'এই গবেষণায় উঠে এসেছে একঘেয়েমি নিয়ে আদতে কী ভাবা হয়। এক ব্যক্তির জীবনে এটি কতটা প্রভাব ফেলতে পারে সেটাও দেখা হয়েছে।'
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে 'পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি বুলেটিন' (Personality and Social Psychology Bulletin)-নামের একটি জার্নালে। শুধু পেশা নয়, সবচেয়ে একঘেয়ে হবি বা শখ কী কী, সেটা নিয়েও চর্চা করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ধর্মীয় চর্চা, টিভি দেখা, পাখি দেখা (bird watching) এবং ধূমপান অত্যন্ত একঘেয়ে শখ (dullest hobies)। গবেষকদের দাবি, তাঁরা দেখেছেন যে এই একঘেয়ে ব্যক্তিরা ছোট শহর এবং শহরে বসবাসের জন্য বড় আকারের বসতি এড়িয়ে চলে। এমনকি সামাজিক ক্ষেত্রেও এর প্রভাব রয়েছে, একঘেয়ে স্বভাবের কোনও ব্যক্তির বিষয়ে আগে থেকেই তৈরি করা ধারণার কারণে অনেকেই এই ধরনের ব্যক্তিকে এড়িয়ে চলেন। গবেষণায় আরও দেখা গিয়েছে, বিরক্তিকর বা একঘেয়ে হিসেবে পরিচিত কোনও ব্যক্তির সামাজিক ক্ষেত্রে মেলামেশার পরিমাণও যথেষ্ট কম হয়, তাঁরা নিজেদের গুটিয়ে রাখেন। ফলে এই ধরনের ব্যক্তিদের নেশাসক্তি, মানসিক স্বাস্থ্যের অবনতির ঝুঁকি বৃদ্ধির আশঙ্কা বেশি থাকে।
গবেষণায় সবচেয়ে উত্তেজক পেশা নিয়েও খোঁজ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে পাঁচটি সবচেয়ে বেশি উদ্দীপক চাকরি হল পারফর্মিং আর্টস, বিজ্ঞান, সাংবাদিকতা, স্বাস্থ্যক্ষেত্র এবং শিক্ষকতা।
আরও পড়ুন: শিশুর দেহে 'রক্ষাকবচ' সাত মাস, বলছে গবেষণা
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )