এক্সপ্লোর
Winter Lip Care Tips: কোন উপায়ে যত্ন করলে প্রবল শীতেও ফাটবে না ঠোঁট?
Homemade Lip Scrub: চিনির মধ্যে পাতিলেবুর রস মিশিয়েও ঠোঁটে খুব ভালভাবে স্ক্রাব করা সম্ভব। চিনি যত মিহি গুঁড়ো করতে পারবেন ততই ভাল। এই মিশ্রণ ঠোঁটের যাবতীয় কালচে দাগছোপও দূর করতে সাহায্য করবে।
Winter Lip Care Tips: শীতকালে ঠোঁট ফাটার সময় প্রায় সবারই দেখা যায়। যতই ময়শ্চারাইজার লাগান, ঠোঁটের জন্য বিশেষ ক্রিম ব্যবহার করুন, শীতের মরশুমে ঠোঁট ফাটার সমস্যা থেকে নিস্তার নেই। শীতের দিনে ঠোঁট ফাঁটার সমস্যা এড়াতে চাইলে প্রয়োজন একটু বেশি যত্নের। নিয়মিত ঠোঁটে স্ক্রাব করতে হবে। তাহলে মরা কোষ ঝরে যায়। ঠোঁট মোলায়েম এবং আর্দ্র থাকবে। আর ঠোঁট হাইড্রেটেড থাকলে ফেটে যাওয়ার প্রবণতাও কমবে। কোন কোন উপকরণ দিয়ে ঠোঁটে স্ক্রাব করলে দ্রুত এবং সবচেয়ে বেশি উপকার পাবেন দেখে নিন একঝলকে।
শীতের মরশুমে ঠোঁটে নিয়মিত স্ক্রাব করলে কালচে ভাবও দূর হবে
- বাড়িতে ঠোঁটের জন্য স্ক্রাব তৈরি করলে ব্যবহার করুন মধু। এই উপকরণ ঠোঁট হাইড্রেটেড রাখতে সাহায্য করে। নিয়মিত কয়েক ফোঁটা মধু ঠোঁটে লাগিয়ে রাখতে পারলে আপনার ঠোঁট আর রুক্ষ-শুষ্ক হবে না। শুধু মধু না লাগিয়ে এর সঙ্গে সামান্য অলিভ অয়েল কিংবা নারকেল তেল মিশিয়েও লাগাতে পারেন ঠোঁটে।
- ঠোঁটের জন্য আদর্শ স্ক্রাব হল সুগার স্ক্রাব। অর্থাৎ চিনি ব্যবহার করতে পারেন ঠোঁটের পরিচর্যায়। বাড়িতেই চিনি গুঁড়ো করে তার মধ্যে অল্প মধু দিয়ে ভাল করে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। তফাৎ বুঝতে পারবেন অল্প দিনেই। চিনি এবং মধুর সঙ্গে চাইলে সামান্য অলিভ অয়েলও মিশিয়ে নিতে পারেন আপনি।
- চিনির মধ্যে পাতিলেবুর রস মিশিয়েও ঠোঁটে খুব ভালভাবে স্ক্রাব করা সম্ভব। চিনি যত মিহি গুঁড়ো করতে পারবেন ততই ভাল। এই মিশ্রণ ঠোঁট আর্দ্র-নরম রাখার পাশাপাশি যাবতীয় কালচে দাগছোপও দূর করতে সাহায্য করবে। সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন এই স্ক্রাবের মধ্যে।
- অল্প নারকেল তেল আর সামান্য কফির গুঁড়ো মিশিয়ে স্ক্রাব হিসেবে ঠোঁটে ব্যবহার করতে পারেন শীতের মরশুমে। কফি ঠোঁটের কালচে দাগ সহজে দূর করে। এছাড়াও অলিভ অয়েলের সঙ্গে অল্প মধু মিশিয়েও স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন ঠোঁটে। রুক্ষ-শুষ্ক ভাব কমবে। এর মিশ্রণের মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবুর রসও মিশিয়ে নিতে পারেন।
- ওটসের গুঁড়োর সঙ্গে অল্প মধু মিশিয়ে শীতের মরশুমে স্ক্রাব হিসেবে ব্যবহার করুন ঠোঁটে। মোলায়েম হওয়ার পাশাপাশি উজ্জ্বলও হবে। এক্ষেত্রে ওটস খুব মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তার মধ্যে সামান্য মধু, অল্প পাতিলেবুর রস আর সামান্য অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। উপকার পাবেন অল্পদিনেই।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement