World Autism Awareness Day: অটিজম রোগ নয়, সচেতন করতেই পালিত বিশেষ দিন
World Autism Awareness: আজ, ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। সাধারণ মানুষের মধ্যে অটিজম নিয়ে যাতে কোনওরকম ভ্রান্তি না থাকে, তার জন্য সচেতন করতেই বেছে নেওয়া হয়েছে দিনটিকে।
নয়াদিল্লি: বিশ্বজুড়ে একাধিক শিশুর অটিজম রয়েছে। বিশ্বজুড়ে নানা জায়গায়, নানা বয়সের মধ্যে এটি দেখা গেলেও, সচেতনতা তুলনায় অনেক কম। সেই সচেতনতা বৃদ্ধির জন্যই দোসরা এপ্রিল দিনটিকে বেছে নিয়েছে ইউনাইটেড নেশন। আজ, ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস (World Autism Awareness Day).যাদের অটিজম রয়েছে তাদের জীবনযাপন আরও ভাল যাতে করা যায়, সাধারণ মানুষের মধ্যে অটিজম নিয়ে যাতে কোনওরকম ভ্রান্তি না থাকে, তার জন্য সচেতনতা প্রচার করার জন্যই বেছে নেওয়া হয়েছে দিনটিকে।
কবে থেকে শুরু:
২০০৭ সালে ১৮ ডিসেম্বর ইউনাইটেড নেশনের তরফে শুরু করা হয় World Autism Awareness Day. ২০২২ সালে ১৫তম বছরে পড়ল এই দিনটি। এবারও বিশ্বজুড়ে বিভিন্ন দেশে পালিত হচ্ছে এই দিনটি।
অটিজম কী?
অটিজম (Autism) এক বিশেষ স্নায়বিক পরিস্থিতি ( neurological condition ) যা সাধারণত ছোটবেলায় ধরা পড়ে। অটিজম স্পেকট্রাম (Autism Spectrum)-এই শব্দবন্ধের মাধ্যমে একাধিক বৈশিষ্ট্যকে একসঙ্গে বলা হয়ে থাকে।
কী কী বৈশিষ্ট্য:
সমাজে অন্যদের সঙ্গে মেশার ক্ষেত্রে (social interaction) বিশেষ পরিস্থিতি দেখা যায়, কোনও কিছু শেখার ক্ষেত্রে চলতি নিয়মে (standard ways of learning) শেখে না এই শিশুরা। রুটিনের বাইরে যেতে চায় না এরা, এছাড়া আরও কিছু বৈশিষ্ট্য দেখা যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সমাজের একটা অংশ এখনও অটিজমকে রোগ বলে মনে করে। কিন্তু এটা তাঁদের স্পষ্ট করে বোঝা উচিত। অটিজম কোনও রোগ নয়, অটিজমে আক্রান্তরা কেউ অসুস্থ নন। এই বিষয়ে সচেতনতা ছড়াতে এবং ওই শিশুদের সাধারণ জীবনযাপনের জন্যই সরকারি স্তরে এবং পরিবারের তরফে সচেতনতা বৃদ্ধি ও কিছু পদক্ষেপের প্রয়োজন। World Autism Awareness Day-এর এই বছরের থিম inclusive education. গত বছরে এই দিনটির থিম ছিল Inclusion in Workplace.
আরও পড়ুন: ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক, ব্রিটেনে করোনার নতুন রূপ XE, সংক্রমিত বহু
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )