Health News: হলদেটে ছোপ হার্টে! কেন হয় ? কীসের লক্ষণ ?
Yellow Spot On Heart: হার্টে একটি বিশেষ কারণে হলদেটে ছোপ হতে পারে। কী সেই কারণ ? এই ছোপ আদতে কীসের লক্ষণ ?
কলকাতা: গত সপ্তাহেই মারা যান এক সময়ের গ্যাংস্টার তথা রাজনীতিক মুখতার আনসারি। দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যা, ডায়াবেটিসসহ একাধিক রোগে ভুগছিলেন তিনি। সম্প্রতি পাঁচজন চিকিৎসকের একটি বোর্ড তাঁর মৃত্যুর ময়না তদন্ত করেন। হিন্দুস্তান টাইমসের রিপোর্ট মোতাবেক তাতেই দেখা গিয়েছে, হার্টের মধ্যে একটি হলুদ রঙের স্পট বা ছোপ। যাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ইয়েলো স্পট বলা হয়। এই ইয়েলো স্পটকে হার্টের ব্লকেজ বলেই মনে করা হচ্ছে। যার জেরে মৃত্যু হয়েছে রাজনীতিকের। তবে কেন হয় এই হলদেটে দাগ ? কী কারণে এর থেকে মৃত্যু হতে পারে ?
হার্টে হলদেটে ছোপের কারণ কী ?
বিশেষজ্ঞদের কথায়, হার্টের মধ্যে কোথাও রক্ত জমাট বাঁধলে এমন হলদেটে ছোপ দেখা যায়। এই হলদেটে ছোপ মূলত করোনারি ধমনীতে হয়ে থাকে। এটি একটি বিশেষ ধমনী যা হার্টের পেশি রক্ত সঞ্চালন করে।
রক্ত জমাট বাঁধলে কী হয় ?
হার্ট বিশেষজ্ঞদের মতে, এই ক্লট বা দলা মতো অংশের ফলে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায়। যার থেকে হার্টের ওই বিশেষ অংশে রক্ত পৌঁছায় না। রক্তের মধ্যে দিয়েই অক্সিজেন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে যায়। এবার রক্তই না পৌঁছালে অক্সিজেন পৌঁছানোর পথও আটকে যায়। চিকিৎসকদের কথায়, এর ফলে হার্টের ওই নির্দিষ্ট অংশের পেশি কাজ করা বন্ধ করে দেয়। অর্থাৎ পেশির মৃত্যু ঘটে।
হার্টের সাধারণ রং কী ?
হার্টের সাধারণ রং গাঢ় গোলাপি। তবে ক্লট ধরা পড়লে ওই অংশের রং বদলে যায়। গাঢ় গোলাপি রং বদলে হলদেটে হয়ে যায়। এই রং বদলে যাওয়ার ঘটনা হার্ট অ্যাটাক হওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই ঘটে। তবে যাদের ডায়াবেটিস রয়েছে, তাদের হার্টেই এমন হলদেটে ছোপ দেখা যায় বলে জানান চিকিৎসক।
কেন রক্ত জমাট বাঁধে হার্টে ?
চিকিৎসকদের কথায় এর একাধিক কারণ থাকতে পারে। এই কারণের তালিকায় রয়েছে,
- অনিয়ন্ত্রিত খাওয়াদাওয়া। এর মধ্যে স্বাস্থ্যকর খাবার না খাওয়া যেমন রয়েছে, তেমনই রয়েছে অতিরিক্ত খারাপ ফ্যাট জাতীয় খাবার খাওয়া।
- কম ব্যায়াম বা ব্যয়াম একেবারেই না করা
- দীর্ঘদিন ধরে বিশ্রাম নেওয়া
- গর্ভাবস্থা
- জন্মনিরোধক ওষুধ ব্যবহার করা
- ডায়াবেটিস
- হার্ট ফেলিওর
- জিনগত কারণ
- ধূমপান
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - April Fool's Day 2024: ৫ শতক আগে শুরু এপ্রিল ফুলস্ ডে! বোকা বানানোর দিনের নেপথ্যেও হরেক মজার কাহিনি
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )