এক্সপ্লোর
Advertisement
LIVE UPDATE: ‘সব কা বিকাশের জায়গায় হচ্ছে সব কা বিনাশ’, মোদি সরকারকে ধর্মতলার প্রতিবাদ মঞ্চ থেকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর
LIVE
Background
ননদুরবার লোকসভা আসনে ১৭ তম লোকসভা নির্বাচনে ভোটাররা বিপুল উদ্দীপনায় ভোট দিয়েছিলেন। ননদুরবার ২০১৪ লোকসভা নির্বাচন
২০১৪-র লোকসভা নির্বাচনে এখানে 9 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন, যাঁদের মধ্যে 7জনের জামানত জব্দ হয়েছিল। ২০১৪-র নির্বাচনে ননদুরবার লোকসভা আসনের ভোটাররা BJP -র Dr.Gavit Heena Vijaykumar -র প্রতিই আস্থা রেখেছিলেন, যিনি INC র Gavit Manikrao Hodlya কে 106905 ভোটে হারিয়ে দিয়েছিলেন।
ননদুরবার লোকসভা আসনের ইতিবৃত্ত
- ২০০৯ লোকসভা নির্বাচন - ১৫ তম লোকসভা নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস -র প্রার্থী সমাজবাদী পার্টি 40843 ভোট পেয়েছিলেন।
- ২০০৪ লোকসভা নির্বাচন - ১৪ তম লোকসভা নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস -র Gavit Manikrao Hodlya ভারতীয় জনতা পার্টি -র Dr. Natawadkar Suhas Jayant -কে হারিয়ে ছিলেন।
- ১৯৯৯ লোকসভা নির্বাচন - ১৩ তম লোকসভা নির্বাচনে ননদুরবার লোকসভা আসনে ভারতের জাতীয় কংগ্রেসপ্রার্থী জয়ী হয়েছিলেন।
- ১৯৯৮ লোকসভা নির্বাচন- ১২ তম লোকসভা নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস -র প্রার্থী ননদুরবার লোকসভা আসনে জয়ী হয়েছিলেন। Gavit Manikrao Hodlya 304134 এবং তাঁর Kuwarsing Valvi 238423 ভোট পেয়েছিলেনেন।
- ১৯৯৬ লোকসভা নির্বাচন- একাদশ লোকসভা নির্বাচনে ননদুরবার লোকসভা আসন ভারতের জাতীয় কংগ্রেস দখল করেছিল।, ভারতের জাতীয় কংগ্রেস -র প্রার্থী Gavit Manikrao Hodlya 236608ভোট পেয়েছিলেনেন।
- ১৯৯১ লোকসভা নির্বাচন - দশম লোকসভা নির্বাচনে ননদুরবার লোকসভা আসনে ভারতের জাতীয় কংগ্রেস -র প্রার্থী Gavit Manikrao Hodalya 287293 পেয়েছিলেনেন।
- ১৯৮৯ লোকসভা নির্বাচন - নবম লোকসভা নির্বাচনে ননদুরবার আসনে ভারতের জাতীয় কংগ্রেস -র প্রার্থী JD -র প্রার্থীকে 106466 ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন।
- ১৯৮৪ লোকসভা নির্বাচন - অষ্টম লোকসভা নির্বাচনে ননদুরবার লোকসভা আসনে ভারতের জাতীয় কংগ্রেস ने 106466 ভোটে জয়ী হয়েছিল।
- ১৯৮০ লোকসভা নির্বাচন - সপ্তম লোকসভা নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস ননদুরবার আসনে 106466 ভোটে জয়ী হয়েছিল।
- ১৯৭৭ লোকসভা নির্বাচন - ষষ্ঠ লোকসভা নির্বাচনে ননদুরবার আসনে ভারতের জাতীয় কংগ্রেস ने BLD -র Padvi Dilawarsingh Dongarsingh কে 106466 ভোটে হারিয়ে জয়ী হয়েছিল।
- ১৯৭১ লোকসভা নির্বাচন - পঞ্চম লোকসভা নির্বাচনে ননদুরবার লোকসভা আসনে ভারতের জাতীয় কংগ্রেস -র Naik Surupsingh Hariya 106466 ভোটে বিজয়ী হয়েছিলেন।
- ১৯৬৭ লোকসভা নির্বাচন - চতুর্থ লোকসভা নির্বাচনে ননদুরবার আসনে ভারতের জাতীয় কংগ্রেস -র প্রার্থী T. H. Gavit BJS -র M. B. More -কে 39467 ভোটে হারিয়ে দিয়েছিলেন।
- ১৯৬২ লোকসভা নির্বাচন - তৃতীয় লোকসভা নির্বাচনে ননদুরবারআসনে ভারতের জাতীয় কংগ্রেস 55950 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল।
14:43 PM (IST) • 18 Dec 2019
সেই সঙ্গে জনগণকে মুখ্যমন্ত্রীর আর্জি, ‘ভুয়ো ভিডিও দেখে উত্তেজনা ছড়াবেন না।’
14:42 PM (IST) • 18 Dec 2019
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে মমতা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দলকে সামলান, নিয়ন্ত্রণে রাখুন। দেশের শান্তিরক্ষা আপনার কাজ’। মোদি সরকারের স্লোগান ‘সব কা সাথ, সব কা বিকাশ’কে ব্যঙ্গ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সব কা বিকাশের জায়গায় হচ্ছে সব কা বিনাশ’!
14:40 PM (IST) • 18 Dec 2019
কেন্দ্রকে আক্রমণ করে মমতার তোপ, ‘বাংলার রেলস্টেশন কেন দেখবে বিজেপির প্রতিনিধিদল? স্টেশন দেখতে হলে দিল্লি যান’
14:38 PM (IST) • 18 Dec 2019
আধার বা ভোটার কার্ড কি নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয়? গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘না। ওই কার্ডগুলি নাগরিকত্ব প্রমাণ করে না। আধার তো নয়ই। কারণ আধার কার্ডের অন্য একটি উদ্দেশ্য রয়েছে। সেই জন্যই এনআরসি বানানোর দরকার রয়েছে।’’
এই প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আগুন জ্বালাবেন না, আগুন নেভান। আধার নাগরিকত্বের প্রমাণ নয়, কেন বলছেন অমিত শাহ? একাধিক রাজ্য জ্বলছে, কেন স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলছেন? তবে আধার সংযুক্তিকরণের কথা কেন বলেছিলেন? ‘আধার চলবে না তো কি বিজেপির মাদুলি চলবে? প্রতিবাদ করলেই সবাই দেশদ্রোহী!’
14:32 PM (IST) • 18 Dec 2019
ডোরিনা ক্রসিং-এ পৌঁছে মঞ্চে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী।
তিনি বললেন, ‘নো এনআরসি, নো ক্যাব’ আন্দোলনে সবার উল্লেখযোগ্য ভূমিকা আছে। সোমবার থেকেই গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। একই সুরে আজনও তিনি বলেন, ‘হিংসা চাই না বলেই পথে নেমেছি। গণতান্ত্রিক আন্দোলন বুলেট, আগুন জ্বালিয়ে হয় না। গণতান্ত্রিক আন্দোলন হয় রাস্তায় দাঁড়িয়ে’। সিএএ-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় আগুন জ্বলেছে, হয়েছে অবরোধ। অশান্তির আগুন ক্রমেই ছড়াচ্ছে। তার জেরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আটকে পড়া ট্রেনযাত্রীদের পাশে রয়েছে সরকার, আমরা অবরোধ করলে, বাচ্চাদের কী হবে? প্রতিবাদ কর, গান গাও, ছবি আঁক, অবরোধ নয়।’
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement