এক্সপ্লোর
Advertisement
Live Updates: জেএনইউ-তে তাণ্ডব: ভিডিও প্রকাশ করে হামলার দায় স্বীকার হিন্দু রক্ষা দলের, তদন্তে দিল্লি পুলিশ
LIVE
Background
সিকিম লোকসভা আসনে ১৭ তম লোকসভা নির্বাচনে ভোটাররা বিপুল উদ্দীপনায় ভোট দিয়েছিলেন। সিকিম ২০১৪ লোকসভা নির্বাচন
২০১৪-র লোকসভা নির্বাচনে এখানে 6 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছিলেন, যাঁদের মধ্যে 4জনের জামানত জব্দ হয়েছিল। ২০১৪-র নির্বাচনে সিকিম লোকসভা আসনের ভোটাররা SDF -র Prem Das Rai -র প্রতিই আস্থা রেখেছিলেন, যিনি SKM র Tek Nath Dhakal কে 41742 ভোটে হারিয়ে দিয়েছিলেন।
সিকিম লোকসভা আসনের ইতিবৃত্ত
- ২০০৯ লোকসভা নির্বাচন - ১৫ তম লোকসভা নির্বাচনে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট -র প্রার্থী ভারতের জাতীয় কংগ্রেস 84868 ভোট পেয়েছিলেন।
- ২০০৪ লোকসভা নির্বাচন - ১৪ তম লোকসভা নির্বাচনে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট -র Nakul Das Rai ভারতের জাতীয় কংগ্রেস -র Biraj Adhikari -কে হারিয়ে ছিলেন।
- ১৯৯৯ লোকসভা নির্বাচন - ১৩ তম লোকসভা নির্বাচনে সিকিম লোকসভা আসনে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টপ্রার্থী জয়ী হয়েছিলেন।
- ১৯৯৮ লোকসভা নির্বাচন- ১২ তম লোকসভা নির্বাচনে সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট -র প্রার্থী সিকিম লোকসভা আসনে জয়ী হয়েছিলেন। Bhim Pd. Dahal 102440 এবং তাঁর Sanchaman Subba 51611 ভোট পেয়েছিলেনেন।
- ১৯৯৬ লোকসভা নির্বাচন- একাদশ লোকসভা নির্বাচনে সিকিম লোকসভা আসন সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট দখল করেছিল।, সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট -র প্রার্থী Bhim Prasad Dahal 124218ভোট পেয়েছিলেনেন।
- ১৯৯১ লোকসভা নির্বাচন - দশম লোকসভা নির্বাচনে সিকিম লোকসভা আসনে SSP -র প্রার্থী Dil Kumari Bhandari (W) 103970 পেয়েছিলেনেন।
- ১৯৮৯ লোকসভা নির্বাচন - নবম লোকসভা নির্বাচনে সিকিম আসনে SSP -র প্রার্থী ভারতের জাতীয় কংগ্রেস -র প্রার্থীকে 62786 ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন।
- ১৯৮৪ লোকসভা নির্বাচন - অষ্টম লোকসভা নির্বাচনে সিকিম লোকসভা আসনে নির্দল ने 62786 ভোটে জয়ী হয়েছিল।
- ১৯৮০ লোকসভা নির্বাচন - সপ্তম লোকসভা নির্বাচনে নির্দল সিকিম আসনে 62786 ভোটে জয়ী হয়েছিল।
17:49 PM (IST) • 07 Jan 2020
জেএনইউ-এর সহ উপাচার্য আরও বলেছেন, ‘এখন রেজিস্ট্রেশনে বাধা দেওয়া হচ্ছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া যখন অনলাইনে করা হল, তখন সিস্টেমই ধ্বংস করে দেওয়া হল। জরিমানা ছাড়াই ১২ তারিখ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। জেএনইউ-এর ক্যাম্পাসে যে কেউ চলে আসতে পারে। তাই কারা মুখ ঢেকে হামলা চালিয়েছে, সেটা বোঝা মুশকিল। আমাদের নিরাপত্তারক্ষীদের কাছে অস্ত্র থাকে না। তাদের মারধর করে মুখ ঢাকা ব্যক্তিরা ভিতরে ঢুকে পড়ে। তারা সিসিটিভিও ভেঙে দেয়। পড়ুয়ারা হস্টেলে সিসিটিভি লাগাতে বাধা দিচ্ছে। যে প্রমাণ পাওয়া যাচ্ছে, তার ভিত্তিতেই তদন্ত চলছে। তদন্তে এক-দু সপ্তাহ সময় লাগতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে পুলিশ থাকবে।’
17:49 PM (IST) • 07 Jan 2020
এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেএনইউ-এর সহ উপাচার্য বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ে পুলিশকে ডাকা ও না ডাকা, দু’টি বিষয় নিয়েই দ্বিমত রয়েছে। তবে ঘটনার দিন পুলিশকে ঠিক সময়েই ডাকা হয়েছিল। বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হয়েছিল। তাঁদের দাবিও মেনে নেওয়া হয়। কিন্তু বিভোক্ষকারীরা আদালতের নির্দেশ মানেন না। পড়ুয়ারা নিজেদের মধ্যে মারামারি হলে আমরা কী করব? দিল্লি পুলিশ রবিবারের ঘটনার তদন্ত করছে। কারা সেদিন বিশ্ববিদ্যালয়ে এসে হিংসা ছড়ায়, সেটা তদন্ত রিপোর্ট এলেই জানা যাবে।’
15:10 PM (IST) • 07 Jan 2020
15:10 PM (IST) • 07 Jan 2020
15:09 PM (IST) • 07 Jan 2020
Load More
Tags :
Assaulting Students Hindu Raksha Dal Hindu Raksha Dal Claims Responsibility Pinki Chaudhary JNU Violence Lok Sabha Election 2019বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement